বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে যাচ্ছেন। সম্প্রতি নায়িকার এক ফটোশুটে সেই রই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে। নায়িকার বেবিবাম্প এবার সবার নজরেই পড়ল।
একটি বিজ্ঞাপনী শুটের সময় ক্যাটরিনার কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তার গর্ভাবস্থার এই ছবি নজর কাড়ে নেটিজেনদের। অধিকাংশের দাবি, ক্যাটরিনার বেবিবাম্প দৃশ্যমান, আর এই ফটোশুটটি হতে পারে ক্যাটরিনার মাতৃত্বের ফটোশুট।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে মাসের শেষের মধ্যে সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।
চিকিৎসকের দেওয়া সম্ভাব্য তারিখও ওই সময়ের মধ্যেই। যদিও ক্যাটরিনা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। সন্তান জন্মের পর আনুষ্ঠানিকভাবে খবর জানাবেন বলেই পরিবারের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে।
এর আগে জুলাই মাসে আলিবাগে ছুটি কাটানোর সময় ক্যাটরিনার ঢিলেঢালা পোশাক ও সতর্ক চলাফেরার কিছু ছবি প্রকাশ পায়, যা থেকে গর্ভধারণের জল্পনা শুরু হয়। সাম্প্রতিক শুটের ছবিতে সেই গুঞ্জনের সত্যতা আরও স্পষ্ট হয়েছে।