নতুন একটি লোকগানে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী আহমেদ সবুজ। তার নতুন গানটির শিরোনাম ‘পিরিতের বেদনায়’।
সংগীত পরিচালক হিসেবে ক্যারিয়ারে আত্মপ্রকাশ করলেও বর্তমানে নিজের গানের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে তার নতুন গানটি প্রকাশিত হবে ‘আহমেদ সবুজ’ ইউটিউব চ্যানেল থেকে।
গানটির কথা লিখেছেন তরুণ গীতিকার, লেখক ও সাংবাদিক জাহিন সিংহ। যার সুর ও সংগীত করেছেন আহমেদ সবুজ নিজেই। গ্রামের সবুজ মনোরম প্রকৃতিতে ধারণ করা হয়েছে এর ভিডিও চিত্র।
গানটির প্রসঙ্গে সংগীত পরিচালক, গায়ক ও সুরকার আহমেদ সবুজ বলেন, বিভিন্ন প্রযোজনা কোম্পানির নাটকের বিজিএম নিয়ে নিয়মিত কাজ করছিলাম। ব্যস্ততার ফাঁকে মাঝেমধ্যে নিজের গান প্রকাশ করলেও এখন থেকে নিজের কাজে বেশি মনোযোগ দিচ্ছি। বিভিন্ন ধরনের গানের সাথে বেশিরভাগ লোকগান এখন থেকে নিয়মিত প্রকাশ করবো। এবারের ‘পিরিতের বেদনায়’ গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।
গানের গীতিকার জাহিন সিংহ বলেন, আহমেদ সবুজ ভাইয়ের সাথে এবারের কাজের অভিজ্ঞতা একটু ভিন্ন। গানটির সুর ও সংগীত যেমন করেছেন, আবার মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন তিনি। গানের পুরোটা তিনি একাই সাজিয়েছেন। আমার কথায় তার সুর ও সঙ্গীতে বেশ কয়েকটি গানের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ধারাবাহিকভাবে এগুলো প্রকাশিত হবে। আশা করছি আমার লেখা ‘পিরিতের বেদনায়’ গানটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য, আহমেদ সবুজের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- হাত বাড়িয়ে ছুঁই না, তোমাকে ভেবে, তুই ছাড়া মন ভালো নাই, তবে কি তোমায় পাবো না, তোর বাপ ভাই, নিজের ভুলে ইত্যাদি। প্রায় দেড় শতাধিক নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) করেছেন তিনি।