× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, শাহরুখ কিং অব আর্টস’

বিনোদন ডেক্স।

২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ এএম

ছবি: সংগৃহীত।

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান জিতে ইতিহাস গড়েছেন বলিউড কিং। 

আজ মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে উপস্থিত হয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন শাহরুখ।
এ সময় পুরস্কার গ্রহণ করার জন্য শাহরুখকে মঞ্চে ডাকার সময় তাকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু।
 
পরিচয়মূলক বক্তব্যে শাহরুখকে নিয়ে জাজু বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন। দিল্লির থিয়েটার থেকে বিশ্ব তারকা হয়ে ওঠার পথটাই নিজেই এক গল্প। ম্যায় কৌন হুঁ, ক্যা হুঁ, বা সির্ফ জওয়ান হুঁ- এর উত্তর একটাই, তিনি শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, তিনি ‘কিং অব আর্টস’।”

এই বক্তব্য শুনে আবেগে আপ্লুত শাহরুখ দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন।

মুহূর্তটি ক্যামেরায় বন্দি হয়।
এদিকে দাম্পত্য সঙ্গীর ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে ভুললেন না গৌরী খান। আবেগঘন এক বার্তায় তিনি স্বামীকে অভিনন্দন জানিয়েছেন এবং এ পুরস্কারের জন্য বিশেষ এক মেন্টল ডিজাইনের প্রতিশ্রুতি দিয়েছেন!

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে গৌরী খান লেখেন, ‘কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন! তুমি সত্যিই এর যোগ্।

এটি বহু বছরের কঠোর পরিশ্রম আর নিবেদনের ফল। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।’
তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কন্যা সুহানা খানও। এক পোস্টে তিনি লেখেন, ‘তুমি সব সময় বলতে, তুমি কখনো রৌপ্য জিতোনি, শুধু স্বর্ণটা হারিয়েছো। কিন্তু এই রৌপ্যটাই কিন্তু স্বর্ণ।’

বাবাকে অভিনন্দন জানিয়ে এরপর সুহানা আরো লেখেন, ‘মূল্যবান জাতীয় পুরস্কার গ্রহণ করায় আমাদের হৃদয় অনেক বেশি খুশি। অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালোবাসি।’

প্রসঙ্গত, শাহরুখ খান ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.