একসময় বাংলাদেশের আলোচিত অভিনেত্রীদের তালিকায় ছিলেন আফ্রি সেলিনা। দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে বিজ্ঞাপন, নাটকে ও সিনেমাতেও দেখা গেছে তাকে। কিন্তু হঠাৎ করে লাইমলাইটের বাইরে চলে যান তিনি। তবে কয়েক মাস ধরে পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন সেলিনা।
গত ২০ সেপ্টেম্বর বিয়ে করেছেন এই অভিনেত্রী। পাত্রের নাম ইফতেখার আহমেদ। যুক্তরাজ্যের নাগরিক হলেও তার পারিবারিক বাড়ি বাংলাদেশে। তিনি পেশায় ফুটবল খেলোয়াড়, ব্রিটিশ অভিনয়শিল্পী ও ব্যবসায়ী। সেলিনার বিয়েতে আত্মীয় ও স্বজন ও কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।
বিয়ে নিয়ে দেশের একটি গণমাধ্যমকে আফ্রি সেলিনা বলেন, আমার এবং ইফতেখারের দুই ফ্যামিলির পরিকল্পনা ছিল আমাদের বিয়ের অনুষ্ঠান ঢাকায় হবে কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি কারণে অনেকটা হঠাৎ করেই লন্ডনেই বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। গত ২০ সেপ্টেম্বর আমাদের লন্ডনে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়।
তিনি আরও বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে আমি ও ইফতেখার দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।
ভারতের দিল্লিতে জন্ম হলেও পাঁচ বছর বয়সে বাংলাদেশে চলে আসেন আফ্রি সেলিনা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্যপথ’। নাঈম তালুকদারের পরিচালনায় এই ছবিতে আফ্রি অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তের বিপরীতে।
তবে ছবিটির কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। এরপর অনন্য মামুন নির্দেশিত আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘রোমান্স’ চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এ ছাড়া ইদ্রিস হায়দার নির্দেশিত প্রথম চলচ্চিত্র ‘নীল ফড়িং’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আফ্রি।
সবশেষ তাকে দেখা গেছে বাংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিফোর আই ডাই’ সিনেমায়। মিনহাজ কিবরিয়া পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন বিট্রিশ অভিনেতা ইফতেখার আহমেদ।