ছেলে আব্রাম খান জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। ভক্তদের সঙ্গে জয়ে সঙ্গে কাটানো কিছু মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে জয়কে বিশেষ বার্তা দেন শাকিব।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্টটি করেন শাকিব।
যেখানে তিনি বলেন, শুভ জন্মদিন আমার ছোট্ট প্রিন্স। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা—তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে।
পোস্টে শাকিব আরও লেখেন, মনে রাখবে, আমি সব সময় তোমার পাশে আছি যখন আমাকে তোমার প্রয়োজন হবে। অনেক ভালোবাসা আমার ছেলে!
প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ ৮ বছর তারা গোপনে সংসার করেন। ২০১৬ সালে সন্তান জন্ম নিলে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ে ও সন্তানের বিষয়ে জানান। এ খবর প্রকাশের ২ বছরের মাথায় শাকিব-অপুর বিচ্ছেদ হয়।