শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ১০ বছরে পা দিয়েছে। ছেলের জন্মদিন উপলক্ষে মা–বাবা দুজনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের প্রতি ভালোবাসা জানিয়ে পোস্ট দিয়েছেন। এবার ছেলের জন্মদিন উপলক্ষে একসঙ্গে দেখা গেল এই সাবেক তারকা দম্পতিকে।
ফেসবুকে অপু-শাকিবের ছেলে আব্রাম খান জয়ের আইডি থেকে কিছু ছবি শেয়ার করা হয়েছে যেখানে দেখা মিলেছে অপু-শাকিবের।
ছবিতে দেখা যায়, বাবার কোলে বসে আছেন জয়। সামনে জন্মদিনের কেক। অপুও রয়েছেন সেখানে। উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
ছবিগুলো শেয়ার করতেই দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ধন্যবাদ বাবা ও মা। ভালোবাসি আমার পরিবারকে।’
এদিকে, জয়ের জন্মদিন উপলক্ষে আবারও একফ্রেমে অপু-শাকিবকে দেখে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরাও।
কেউ একজন মন্তব্য করেছেন, ‘এতক্ষন এই ছবির জন্য অপেক্ষা করেছি। এখন মনটা শান্তি পেল।’ কারো মন্তব্য, ‘এতো ভালো লাগছে সবাইকে একসাথে দেখে!’ এছাড়া জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন বেশিরভাগ অনুরাগী।
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেন আব্রাহাম খান জয়।
জন্মের পর কয়েক মাস পর প্রকাশ্যে আনা হয় আব্রাহামকে। প্রায় আট বছর গোপনে সংসার করার পর ২০১৭ সালের এপ্রিল মাসে অপু বিশ্বাস এক টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বিয়ের খবর ও সন্তানের বিষয়ে প্রথম জানান। এই ঘটনা তখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পর শাকিব-অপুর সম্পর্ক তিক্ততায় রূপ নেয় এবং কিছুদিনের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান। এর পর থেকে জয় মূলত মায়ের কাছেই বড় হয়ে উঠছে। তবে বিশেষ উপলক্ষে বাবার সঙ্গেও সময় কাটাতে দেখা যায় তাকে।