আগামীকাল রবিবার (৫ অক্টোবর) থেকে রাজধানী ঢাকাতে শুরু হতে যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং। এটি নির্মাণ করতে যাচ্ছেন আড়াইশরও বেশি বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকানো সাকিব ফাহাদ। এটি হতে যাচ্ছে তার প্রথম সিনেমা।
মাস কয়েক ধরেই সিনেমাটি নিয়ে নানা গুঞ্জন চলতে থাকলেও আনুষ্ঠানিকভাবে কেউই সিনেমাটি নিয়ে সেভাবে কিছু বলেননি।
অবশেষে শুটিং শুরু হওয়ার আগে সিনেমাটি নিয়ে খানিক আলাপ করেন নির্মাতা।
কালের কণ্ঠকে নির্মাতা সাকিব ফাহাদ বলেন, ‘অবশেষে আমরা আমাদের সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। দেশপ্রেম নিয়ে সিনেমার গল্প। নতুন বাংলাদেশকেই এই সিনেমাতেই উপস্থাপন করব।
এখনকার মানুষের চিন্তা-চেতনা সবকিছুই থাকবে।’
সিনেমাটিতে শাকিব খানকে কিভাবে উপস্থাপন করার পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘গত ৩/৪ বছরে শাকিব ভাইকে যে ধরনের চরিত্রে দেখা গেছে, এই ছবিতে তার চেয়েও ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। তিনি যেন এ দেশের সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করতে পারেন সেভাবেই পরিকল্পনা করছি। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো যদি দেশের সবচেয়ে জনপ্রিয় নায়কের মাধ্যমে বলানো বা উপস্থাপন করা যায় তাহলে সেটা সাধারণ মানুষ নিজেদের সঙ্গে কানেক্ট করতে পারবেন।’
সিনেমাটি ড্রামা, রোমান্স ও অ্যাকশন বেইজড, গল্পের প্রয়োজনে এখানে সব ধরনের উপদানই পাওয়া যাবে বলে জানিয়েছেন সাকিব ফাহাদ। তিনি বলেন, ‘এখানে ড্রামা, রোমান্স, অ্যাকশন সবই আছে। গল্পের প্রয়োজনে এবং সিচুয়েশনে যখন যেটা দরকার আমরা সেটাই রাখার চেষ্টা করছি।’
লাফিং এলিফেন্ট প্রযোজিত ‘সোলজার’ সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তানজিন তিশার। এ ছাড়া সিনেমাটিতে দেখা যাবে তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখকে।
আসছে ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।