এক ছাদের তলায় একাধিক তারকা। ক্যামেরা হাতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শুটিং চলছে? কাদের নিয়ে? গলা খুলে গাইছেন তাঁরা। কারও হাতে গিটার। কেউ বাজাচ্ছেন বিশেষ তালবাদ্য। একজন কোলের উপরে উপুড় করে বসিয়ে নিয়েছেন অ্যালুমিনিয়ামের হাঁড়ি! সেখানেই তাল ঠুকছেন তিনি! পুরোটা ক্যামেরাবন্দি করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
লক্ষ্মীপুজোর আগের রাতে কি নতুন ছবির শুটিং চলছিল? টলিপাড়ায় গুঞ্জন, শুটিং নয়, রাজের বাড়িতে বিজয়ার বৈঠক বসেছিল। উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী, সস্ত্রীক অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। খাওয়াদাওয়ার সঙ্গে গান-বাজনার আয়োজনও ছিল। সেখানে ‘মহীনের ঘোড়াগুলি’র গান গাইতে শোনা গেল যিশু-পরমব্রত-অনিরুদ্ধকে।
পাঞ্জাবি-পাজামায় শোভিত পরমব্রতর হাতে গিটার। হাঁড়ি বাজিয়ে গাইতে দেখা গিয়েছে অনিরুদ্ধকে। বাড়ির কর্ত্রী হিসাবে অতিথিদের তদারকির পাশাপাশি গান-আড্ডাতেও উপস্থিত ছিলেন রাজ-ঘরনি। তারকাখচিত এমন বৈঠক ক্যামেরাবন্দি না করে থাকা যায়? শুভশ্রী তাই এ দিন কিছু ক্ষণের জন্য চিত্রগ্রাহক।