× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতে তোপের মুখে বাংলাদেশী অভিনেত্রী জয়া

বিনোদন ডেস্ক

০৬ অক্টোবর ২০২৫, ১৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত ।

দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমানতালে কাজ করছেন দুই দেশেই। এইতো কদিন আগেই কলকাতার পূজার আয়োজনকে খুব প্রশংসা করেছিলেন বাংলাদেশীর জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার দুর্গাপূজার কার্নিভালে জয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। করছেন কটাক্ষ বাংলাদেশী অভিনেত্রী বলে। বিজেপির উগ্র সন্ত্রাসীরা বাংলাদেশী অভিনেত্রী বলে গালিগালাজ করেছেন ।

গত রোববার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গা পূজার কার্নিভালে জয়ার উপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ  দেখায় বর্ধমান জেলার দুর্গাপুরে বিজেপি নেতারা। তবে অভিনেত্রীকে বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি। দুর্গা পূজার কার্নিভালের সভাস্থল ছাড়ার পরেই বিক্ষোভ কর্মসূচি পালন করে  বিজেপির নেতা কর্মীরা।

ভারতে চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই পূজার কার্নিভালকে ঘিরে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপি এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। দুর্গাপুরের চতুর্থ বার্ষিক কার্নিভালে জয়া আহসান রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মঞ্চ ছাড়তেই বিজেপির কর্মীরা প্রশ্ন তোলে দুর্গপূজার কার্নিভালে জয়া আহসান কেন? বাংলাদেশি অভিনেত্রীকে দুর্গাপুরে কার্নিভালে নিয়ে এসে মা দুর্গাকে অপমান করা হলো বলে অভিযোগ তোলে বিজেপি।

ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলাদেশ প্রসঙ্গ টেনে জয়াকে কটাক্ষ করেন তিনি। তারও আগে গত ১৫ জুলাই ভারতীয় কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর জুঁই বিশ্বাস ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন। নিজের ফেসবুকে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন এই তৃণমূল নেত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.