× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক।

০৭ অক্টোবর ২০২৫, ২০:২১ পিএম

ছবি: সংগৃহীত।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান তালে সামলে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বেই তিনি এককথায় অনন্যা। সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা।

বরের সঙ্গে একগুচ্ছ মন ভালো করা ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা আর সঞ্জয়ের দীর্ঘদিনের প্রেমকাহিনি?

ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই মোড় নেয় ভালোবাসায়, আর পরিণতি পায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর। সেই থেকে তাদের পথচলার বয়স পেরিয়ে গেল ২৬ বছর।

ঋতুপর্ণা নিজেই একাধিক সাক্ষাৎকারে ফাঁস করেছেন তাদের এই মিষ্টি প্রেমের গল্প। অভিনেত্রীর কথায়, ‘তখন আমি সপ্তম শ্রেণির। ও ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া-আসা। বরাবরের গুরুগম্ভীর, পড়াশোনায় ভালো পরে বিদেশে পড়তে গেল।’

তিনি আরও বলেন, ‘আমার বাবার একটাই চাওয়া, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, ছেলে ভালো পরিবারের হওয়া যাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল মা-বাবা দ্বিতীয় বার ভাবেনি।’

বর্তমানে সঞ্জয় চক্রবর্তী মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে তিনি মূলত সিঙ্গাপুরে থাকেন। এমনকি ঋতুপর্ণার দুই সন্তান ছেলে অঙ্কন ও মেয়ে নিয়ার জন্ম ও পড়াশোনাও হয়েছে সেখানেই। তাই ঋতুপর্ণাকে কলকাতা ও সিঙ্গাপুরে মিলিয়ে মিশিয়ে থাকতে দেখা যায়।

মাঝেসাঝেই ঋতুপর্ণার ছবির প্রিমিয়ার বা সাকসেস পার্টিতে স্বামীর সঙ্গে দেখা যায় এই টলি-সুন্দরীকে। কখনো কখনো দুই সন্তান অঙ্কন ও নিয়াও পাশে থাকেন তাদের। কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া এবং একইসঙ্গে ক্যারিয়ার সামলানোয় ঋতুপর্ণা যে এক উদাহরণ, তা বলাই বাহুল্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.