× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছেলের সিরিজ বিপদেই ফেললো বাবাকে

বিনোদন ডেস্ক।

০৯ অক্টোবর ২০২৫, ১৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত।

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ ঘিরে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। বলতে গেলে, ছেলের সিরিজ বেশ বিপদেই ফেলেছে বাবাকে।

ভারতীয় গণমাধ্যমের খবর, সাবেক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)–র জোনাল ডিরেক্টর সমির ওয়াংখেড়ে দায়ের করা মানহানির মামলায় দিল্লি হাইকোর্ট শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করেছে।

গতকাল বুধবার জারি করা এই সমনের পর আদালত জানিয়েছে, মামলার অন্তর্বর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এর আগে, ওয়াংখেড়ে অভিযোগ করেছেন, আরিয়ান পরিচালিত এই সিরিজে তাকে পরোক্ষভাবে ব্যঙ্গ করা হয়েছে। এ অভিযোগে তিনি শাহরুখ, গৌরী এবং আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

যদিও এর আগে হাইকোর্ট এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তখন ওয়াংখেড়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, সিরিজটিতে কোথাও সরাসরি সমির ওয়াংখেড়ের নাম উল্লেখ করা হয়নি। তবে এতে দেখানো এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যার চেহারা ও উপস্থাপনা নিয়ে অনেকের মতে, সেটি ওয়াংখেড়ের সাদৃশ্যপূর্ণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.