দীপাবলি উপলক্ষে বলিউড পাড়ায় যেন আনন্দের মুহূর্ত পাড় করছে। এরই মধ্যে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা নিজের ইনস্টাগ্রামে একটি শেয়ার করেছেন- যেটা নিয়ে ইন্টারনেটে শুরু হয়েছে নানান জল্পনা। কেননা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি মেয়েলি কণ্ঠস্বর শোনা গেছে- যেটি রাশমিকা নাকি অন্য কেও- এনিয়ে বেশ উৎসুক নেটিজেনরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইনস্টাগ্রামের ভিডিওটিতে আতশবাজির আলোর মাঝে হাসিখুশি চেহারায় দেখা যায় বিজয়কে। এমনকি সামনের ক্যামেরার দিকে তাকিয়ে মজার ভঙ্গিমায় মুখের অভিব্যক্তি দেখাচ্ছিলেন।
ভিডিওর ক্যাপশনে বিজয় লেখেন, হ্যাপি দিওয়ালি টু ইউ অল - মাই পিপল :) দিওয়ালি অলওয়েজ হ্যাস বিন মাই ফেবারিট ফেস্টিবাল। সেন্ডিং ইউ অল বিগ হাগস অ্যান্ড মাই লাভ।
কমেন্ট সেকশনে একজন লেখেন, মিসিং রাশমিকা ভাবি। আরেকজন মন্তব্য করেন, ইজ দ্যাট রাশি'স ভয়েস?
অন্যদিকে, রাশমিকা মন্দানা তার নতুন ছবি ‘থাম্মা’, যেখানে তিনি আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন, সেটির জন্য দীপাবলির শুভেচ্ছা জানান। ছবি প্রচারে ব্যস্ত রাশমিকা ইনস্টাগ্রামে একটি ট্র্যাডিশনাল সাজে কিছু ছবি শেয়ার করেন এবং লেখেন, হ্যাপি দিওয়ালি। সেন্ডিং ইউ অল লাভ অ্যান্ড লাইট অলওয়েজ।
সম্প্রতি রাশমিকার শেয়ার করা একটি সাড়িতে তোলা ছবি, কপালে তিলকসহ, এই গুঞ্জনকে আরও জোরদার করে। সেই ছবিতে তিনি লেখেন, হ্যাপি দাশেরা মাই লাভস...দিস ইয়ার, আই এম ফিলিং এক্সট্রা গ্রেটফুল।
এর আগে, গত ৩ অক্টোবর বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দান্নার আংটিবদল সম্পন্ন করেছে। ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের উপস্থিতিতে সম্প্রতি ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন করেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে।