× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন লুকে শাকিব, দর্শক বলছে ‘চিনতেই পারিনি’

বিনোদন ডেস্ক।

২৭ অক্টোবর ২০২৫, ১৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

শাকিব খানের সিনেমা মানেই যেন চমক। নিজের প্রতিটি সিনেমাতেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে মুগ্ধ করেন দর্শকদের। সেই ধারাবাহিকতায় আবারও নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। 

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন শাকিব খান।

একই সঙ্গে সেটি শেয়ার করেন নিজের ফেসবুক পেজেও।

ছবিতে দেখা গেছে, কালো ঢিলেঢালা পোশাক, শার্ট প্যান্টে ধরা দিয়েছেন শাকিব। এলোমেলো চুল, ক্লিন শেড মুখে মোটা গোঁফ, চোখে কালো সানগ্লাস আর পায়ে সাদা স্লিপার স্যান্ডেল। 

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।

নায়কের এমন লুকে তাকে দর্শকেরাও প্রথমে চিনতে পারেননি। মুহূর্তেই প্রতিক্রিয়ায় ভরে যায় মন্তব্যের ঘর। একজন লেখেন, ‘মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে!’ আরেকজন লিখেন, ‘কি লুক, প্রথম দেখায় চিনতেই পারিনি।’

ধারণা করা হচ্ছে, শাকিবের নতুন এই লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’ থেকে নেওয়া।

এটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। 

রোমান্টিক-ড্রামা, অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তানজিন তিশাকে। এছাড়াও আরো রয়েছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন, রাকিন আবসা প্রমুখ। আসছে ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.