ছবি: সংগৃহীত
আরিয়ান খান এর পরিচালনায় নির্মিত ওটিটি সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এক মিনিটের উপস্থিতিতেই সাড়া ফেলেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। পিতা-পুত্রের সেই অল্প সময়ের অনস্ক্রিন মিলনই যেন দর্শকদের চাহিদা বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে- ঘনিষ্ঠ সূত্রে খবর, আরিয়ান খানের নতুন পূর্ণদৈর্ঘ্যের ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। ভারতীয় গণমাধ্যম ‘প্রতিদিন’ সূত্রে এ খবর জানা গেছে।
জানা গেছে, ওটিটিতে সাফল্যের পর এবার বড়পর্দায় পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন আরিয়ান। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে প্রি-প্রোডাকশন। তবে প্রথম ছবিতে বাবাকে কাস্ট না করে, তিনি নিজের জায়গা আরও দৃঢ় করতে চাইছেন। শাহরুখকে নিয়ে সিনেমায় হাত দেবেন তার পরের প্রজেক্টেই। সূত্র বলছে, ২০২৭ সালেই আরিয়ান-শাহরুখ জুটির সিনেমা মুক্তি পেতে পারে। এটি হবে একটি উচ্চ বাজেটের অ্যাকশন ড্রামা, যেখানে ‘বাদশা’কে দেখা যাবে নতুন এক রূপে। আরিয়ান নাকি শুরু থেকেই চান, নিজের যোগ্যতায় বলিউডে প্রতিষ্ঠিত হতে। তাই বাবার জনপ্রিয়তা বা প্রভাবের ওপর নির্ভর করতে নারাজ তিনি। ঘনিষ্ঠজনদের ভাষায়, ‘আরিয়ান বাবার নাম নয়, নিজের কাজ দিয়েই পরিচিতি গড়তে চান।’
সম্প্রতি অনুরাগীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে শাহরুখকে প্রশ্ন করা হয়- ‘আরিয়ানের ছবিতে কবে দেখা যাবে আপনাকে?’ জবাবে কিং খান রসিকতার সুরে বলেন, “আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর? আমার ঘ্যানঘ্যানানিই বা কতটা সহ্য হবে ওর?’ এই মজার উত্তরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়, ভক্তরাও অপেক্ষায় নতুন রসায়নের। ‘ব্যাডস অফ বলিউড’-এ ইতিমধ্যেই আরিয়ান খান নিজের পরিচালন দক্ষতার প্রমাণ দিয়েছেন। সিরিজটি প্রশংসা পেয়েছে বলিউড থেকে হলিউড পর্যন্ত। আর এখন ভক্তদের একটাই চাওয়া-ছেলের পরিচালনায় বাবাকে পূর্ণদৈর্ঘ্যের চরিত্রে দেখতে পাওয়া।
সাধারণত ক্যামেরার সামনে গম্ভীরভাবেই দেখা যায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তবে সম্প্রতি ‘দ্য ব্যাডস অব বলিউড’ ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভিন্ন এক আরিয়ানকে দেখেছেন দর্শকরা। সেখানে ছিলেন শাহরুখ খানও। অনুষ্ঠানে আরিয়ান বলেন, “আমার কাজটা সবাই দয়া করে দেখবেন। চেষ্টা করেছি নানাভাবে উপস্থাপন করতে। তবে শেষ রক্ষা না হলেও পাপা পাশে আছেন।” শাহরুখপুত্রের মুখে ‘পাপা’ শব্দটি শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু শুটিং সেটে নাকি আরিয়ান মোটেও বাবাকে ‘পাপা’ বলে ডাকেননি। সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে সেই তথ্য। তিনি জানান, “দ্য ব্যাডস অব বলিউড” সিরিজে কাজ করার সময় কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের পেশাদার সম্পর্ক।
মুদাসসের বলেন, “শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান বলল—‘স্যার, গানের বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’ তিনি আরও বলেন, “কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ বলেননি। পুরো সময় পেশাদার আচরণ বজায় রেখেছেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেছেন। আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।” উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, সালমান খান, ইমরান হাশমি, ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংসহ একঝাঁক তারকা। সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
