বাংলাদেশে এসেছেন সেই ক্যারিবিয় দস্যু! ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজে যাকে দেখা গিয়েছিল, হলিউউ তারকা অরল্যান্ডো ব্লুম। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি, জানিয়েছে ইউনিসেফ। গত বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ব্লুম। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। পাশাপাশি শিশুদের সঙ্গে বেশ খানিকক্ষণ সময়ও কাটান এই অভিনেতা।
অরল্যান্ডো ব্লুমকে উদ্ধৃত করে বুধবার ইনস্টাগ্রামে ইউনিসেফ লিখেছে, ‘আমি আট বছরেরও বেশি সময় পর আবারও বাংলাদেশে এসেছি। এবার আমি কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবিরে এসেছি। এখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী থাকে, যাদের অর্ধেকের বেশি শিশু। রোহিঙ্গা শিশু, তরুণের পাশাপাশি কমিউনিটি কর্মী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা শিশুরা নিজেদের ভবিষ্যৎ গড়তে পড়াশোনা করতে চায়। কিন্তু তহবিল কমে যাওয়ায় তাদের শিক্ষা হুমকির মুখে পড়েছে।’ ২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অরল্যান্ডো ব্লুম। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তিনি বিভিন্ন সময় কাজ করেছেন তিনি। ‘লর্ড অব দ্য রিংস’ ছবিতে অভিনয় করে তারকা হয়ে ওঠেন ব্লুম। এরপর ‘ব্ল্যাক হক ডাউন’, ‘ট্রয়’, ‘কিংডম অব হ্যাভেন’, ‘থ্রি মাসকেটিয়ার্স’, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ও ‘দ্য হবিট’-এর মতো ছবিগুলোতে দেখা গেছে তাকে।
অরল্যান্ডো ব্লুম ২০০৯ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এবং শিশুদের অধিকার, বিশেষ করে সংঘাত ও সংকটে ক্ষতিগ্রস্তদের পক্ষে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ২০০৭ সালে ইউনিসেফের সাথে যুক্ত হন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে শিশুদের জন্য শিক্ষার সুযোগ, সহিংসতা থেকে সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্য সহায়তার মতো বিষয়গুলি তুলে ধরার জন্য তাকে তার বর্তমান ভূমিকায় নিযুক্ত করা হয়। তিনি আমার দায়িত্বে থাকা ক্যাম্প ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ক্যাম্প ইনচার্জ মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, হলিউডের বিখ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তিনি মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ক্যাম্পে আসেন। অভিনেতা অরল্যান্ডো ব্লুম ৯ নম্বর ক্যাম্পে আসলে তাকে শুভেচ্ছা জানানো হয়। তিনি ক্যাম্পে শিশুদের শিক্ষা কার্যক্রমগুলো পরিদর্শন এবং রোহিঙ্গা শিশুদের সঙ্গে কথাবার্তা বলেন। এরপর তিনি পুষ্টি কেন্দ্রগুলো পরিদর্শন এবং নানা কার্যক্রম সম্পর্কে অবগত হন। এসময় তিনি (অরল্যান্ডো ব্লুম) রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমগুলো দেখে বাংলাদেশের প্রশংসা করেন। হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মুক্তি কক্সবাজার এবং ইউনিসেফ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।