× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রেক্ষাগৃহে সাইমন-নীলার ‘সাইলেন্স’

বিনোদন প্রতিবেদক

০৮ নভেম্বর ২০২৫, ১৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। মুক্তি পেল তার নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল,বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধাতে চলবে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সিনেমাটির প্রদর্শনীর হল তালিকাও। জানা গেছে, ‘সাইলেন্স’ চলবে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায়। এ ছাড়া প্রদর্শিত হবে ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে।

গ্রামের এক বাউল পরিবারের মেয়ের সংগীতযাত্রা ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। গানের টানে গ্রাম থেকে শহরে আসা মেয়েটি নানা সংগ্রামের মধ্য দিয়ে পাড়ি দেয় জীবনের বাস্তবতা। শহরের আলো-ঝলমলে জগতে প্রবেশ করে সে। আর ক্রমে হারিয়ে ফেলে নিজের সহজ-সরল গানের সত্তা। ইমন সাহা বলেন, ‘একটি গ্রামের মেয়ের সংগীতযাত্রার গল্প। সে লোকশিল্পী বাবার কাছ থেকে দোতারা আর গান শেখে। তার কণ্ঠে গ্রামের মাটির গন্ধ, কিন্তু হৃদয়ে শহরের স্বপ্ন। পরিবারের আপত্তি আর সমাজের বাঁধা পেরিয়ে সে বাবাকে রাজি করায় এবং শহরে আসে নিজের কণ্ঠকে বড় মঞ্চে তুলে ধরতে। শহরের ব্যস্তজীবনে সে শুরু করে নতুন সংগ্রাম আর নিজের জায়গা করে নেওয়ার লড়াই। তার গান সংগীত পরিচালকের কানে পৌঁছে, আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার খ্যাতির পথচলা। সে ধীরে ধীরে হয়ে ওঠে দেশের জনপ্রিয় রকস্টার। তবে খ্যাতির আলোতেও তার ভেতরে জাগে প্রশ্ন, সে কি নিজের শিকড়কে ভুলে যাচ্ছে; নাকি সেই সুরের ভেতরেই খুঁজে পাচ্ছে নিজের সত্য পরিচয়?।’

সিনেমাটিতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে। ইমন সাহার বাবা সত্য সাহাও সংগীতের পাশাপাশি নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। পরিচালনা না করলেও ডজনখানেক সিনেমা প্রযোজনা করেছেন তিনি। একাধারে সংগীতশিল্পী, সংগীত পরিচালক, সুরকার হিসেবে খ্যাতি অর্জনের পর ইমন সাহা এখন পরিচালক হিসেবে হাজির হচ্ছেন দর্শকের মাঝে। ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি সিনেমায়’ অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.