৩ বছরের অপেক্ষার পর মুক্তি পেয়েছে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজনের ট্রেলার। এবারও কেন্দ্রীয় চরিত্র শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় মনোজ বাজপেয়ী। তবে নতুন সিজনে তাকে দেখা যাবে এক ভিন্ন বাস্তবতায়; যেখানে প্রাক্তন গোয়েন্দা নিজেই রাষ্ট্রের চোখে অপরাধী। ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে অ্যামাজন প্রাইম ভিডিওর উদ্যোগে প্রকাশিত হয় ‘দ্য ফ্যামিলি ম্যান থ্রি’-এর প্রচার ঝলক। ট্রেলারে দেখা যায়, শ্রীকান্ত নিজেই তার পরিবারকে জানাচ্ছেন যে তিনি একজন গুপ্তচর। কিন্তু একই সঙ্গে দেশজুড়ে প্রচারিত হচ্ছে- তিনি এখন ‘ওয়ান্টেড ক্রিমিনাল’। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই শুরু হয় তার পলাতক জীবন। পাশে আছে তার দীর্ঘদিনের সহকর্মী জে কে, চরিত্রে শারিব হাশমি।
এবারের সিজনে মূল প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে নিমরাত কৌরকে, এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মাস্টারমাইন্ড চরিত্রে। তার সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন উত্তর-পূর্ব ভারতের এক মাদকচক্রের নেতা, যাকে রূপ দিয়েছেন জয়দীপ আহলাওয়াত। গল্পের মূল সংঘাত ঘুরবে এই মাদকচক্র ও গুপ্তচরবৃত্তির জটিল সমীকরণকে কেন্দ্র করে।
পরিচালক রাজ ও ডি কে জানিয়েছেন, তিন বছর সময় নিয়ে তারা এই সিজন তৈরি করেছেন। তাদের ভাষায়, ‘দর্শকের দীর্ঘ প্রতীক্ষা যেন সার্থক হয়, সেই চেষ্টা করেছি। আগের চেয়ে এবার গল্পে বেশি অ্যাকশন, টেনশন ও আবেগ থাকছে।’ ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে দর্শকদের উচ্ছ্বাস। কেউ লিখেছেন, ‘শ্রীকান্ত-জে কে জুটির কথোপকথনই সিরিজের প্রাণ।’ আবার কারও মন্তব্য, ‘মনোজ বাজপেয়ী বরাবরের মতোই দুর্দান্ত, তবে জয়দীপ আহলাওয়াত নজর কাড়বেন নিশ্চিত।’
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের আগের সিজনগুলোর মতোই এবারও থাকছেন প্রিয়মণি, অশ্লেষা ঠাকুর, শ্রেয়া ধনওয়ন্তরী, গুল পনাগ ও বেদান্ত সিনহা। সিরিজটির তৃতীয় সিজন মুক্তি পাবে আগামী ২১ নভেম্বর, অ্যামাজন প্রাইম ভিডিও-তে।