× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনীতি থেকে অভিনয়ে ফিরলেন সায়নী ঘোষ

ডেস্ক রিপোর্ট।

০৯ নভেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘদিন পর আবারও আলো-ঝলমলে পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক সায়নী ঘোষ। বহুদিনের বিরতির পর পরিচালক রামকমল মুখার্জির নতুন ছবি ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ তাকে দেখা যাবে এক ভিন্ন চরিত্রে।

গত ৭ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটির গান ‘সোনা বন্ধু রে’, কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী। আগামী ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে পুরো সিনেমাটি। ছবিতে কৌশিক গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, রাজনন্দিনী পাল, চান্দ্রেয়ী ঘোষসহ রয়েছেন সায়নী ঘোষ।

এ বিষয়ে সায়নী জানান, ছবিতে তিনি ‘সরস্বতী’ নামের এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী বলেন, ‘আমাদের বাড়িতে যে দিদিরা কাজ করেন, তাদের জীবনকে কেন্দ্র করেই গল্পটি তৈরি।’

অভিনেত্রী আরও বলেন, ‘এর আগে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিকোণ থেকে খুব কম গল্পই বলা হয়েছে, তাই এই কাজটা আমার কাছে বিশেষ।’

রাজনীতিতে যোগ দেওয়ার পর অভিনয়ে সায়নীকে কমই দেখা যায়। তিনি এখন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী।

রাজনীতিতে আসার পর ‘গ্ল্যামার বাড়ানোর অভিযোগ’ নিয়ে সায়নী বলেন, ‘আগে অনেকে ভাবতেন অভিনেত্রীরা রাজনীতিতে আসেন শুধু পরিচিতির জন্য। কিন্তু আমি মনে করি, আমি সেই ধারণাটা ভাঙতে পেরেছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.