এক সময় যাকে কে-পপ ইন্ডাস্ট্রি একের পর এক দরজা বন্ধ করে দিয়েছিল, আজ সেই কণ্ঠই ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের গাড়ির স্পিকার থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো, এমনকি দক্ষিণ এশিয়ারও নানা প্রান্তে শোনা যাচ্ছে তার কণ্ঠ।
বিশ্বজুড়ে লাখো শ্রোতার মন কাড়া সেই কণ্ঠের মালিক ইজেই। এক সময়ের সংগ্রামী এই শিল্পী নিজের পথ নিজেই তৈরি করেছেন। তার ব্যান্ড ‘হান্টার এক্স’-এর একটি গান কয়েক মাস ধরেই ছিল টপ চার্টে; এবার সেই সাফল্যের পালকে যুক্ত হলো নতুন এক অধ্যায়— গ্র্যামি অ্যাওয়ার্ডসে মনোনয়ন!
মূলত, নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’–এর টাইটেল সং ‘গোল্ডেন’ মুক্তি পায় এ বছর। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গান এবার জায়গা করে নিয়েছে সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে— গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৬ এর মনোনয়ন তালিকায়। ইজেই এর ব্যান্ড ‘হান্টার এক্স’ নির্মাণ করে ‘গোল্ডেন’।
গানটি মনোনীত হয়েছে চারটি বিভাগে— সং অফ দ্য ইয়ার, বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স, বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া এবং বেস্ট রিমিক্সড রেকর্ডিং।
শুধু ইজেই নন, এই গানে তার সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী। তিনজনকে নিয়েই গঠিত ব্যান্ড হান্টার এক্স, যার প্রাণকেন্দ্রে আছেন ইজেই নিজে।
মনোনয়ন ঘোষণার পর আবেগে ভেসে যান শিল্পীরা। অশ্রুসজল কণ্ঠে ইজেই বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না। যেন এক ঘোরের মধ্যে আছি।”
সহশিল্পী রেই আমি-ও কান্না চেপে রাখতে পারেননি। তার ভাষায়, “এটা যেন এই পৃথিবীর বাইরের অনুভূতি।” আরেক সদস্য অদ্রি নুনা বলেন, “মনোনয়ন পাওয়া সম্মানের, কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো প্রতিনিধিত্ব। তিনজন কোরীয় মুখকে এই মঞ্চে দেখতে পাওয়া—এটাই আসল সাফল্য। যেসব শিশু আমাদের দেখবে, তারা বিশ্বাস করবে তারাও একদিন বড় কিছু করতে পারবে।”
সূত্র: ভ্যারাইটি