× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাভিশ’

বিনোদন ডেস্ক।

১০ নভেম্বর ২০২৫, ১৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

সংগীতপ্রেমীদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ওয়েভ ফেস্ট’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব, যেখানে এক মঞ্চে পারফর্ম করবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ, সঙ্গে থাকবে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

সঙ্গে আরও থাকছে সাম্প্রতিক সময়ে নিজের গান, ‘লং ডিস্টেন্স লাভ’ দিয়ে সাড়া জাগানো অংকন কুমার। ইতোমধ্যে কনসার্টটির অনলাইন প্রচারণা শুরু হয়েছে। প্রতীক্ষিত এই ‘ওয়েভ ফেস্ট’ আয়োজন করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন।

ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেংকমিউনিকেশনস এবং অনলাইন টিকিটিং পার্টনার হিসেবে থাকছে Tickticki.com

উল্লেখ্য, পাকিস্তানের বিখ্যাত ব্যান্ড কাভিশ যাদের জনপ্রিয় গান ‘Faasle’, ‘Bachpan’, ও ‘Tere Pyar Mein’—পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে। ১৯৯৮ সালে জাফের জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করেন এই সেমি-ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাভিশ’।

কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার ১০০ ফিট মাদানি এভিনিউয়ের কোর্ট সাইডে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়, দর্শকদের জন্য গেট খোলা হবে বিকেল ৩টায়। টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম টিকটিকি-তে (Tickticki.com)।

এর আগে কাভিশ এ বছর জানুয়ারিতে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামে পারফর্ম করেছিলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.