গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
বর্তমানে ঢাকায় অবস্থান করছেন আহাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে।
একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা। আহাদের আগমনে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল 'এহদ-এ-ওয়াফা'-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
২০১৭ সালে রোমান্টিক ড্রামা 'ইয়াকীন কা সফর'-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: 'আঙ্গান', 'ইয়ে দিল মেরা', এবং সাম্প্রতিক হিট ড্রামা 'মীম সে মহব্বত'। এছাড়া 'ধূপ কি দীওয়ার' নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।