গুরুতর অসুস্থ্ হয়ে হাসপাতালে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে তার।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) ভোরে নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন গোবিন্দ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। তবে বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী ললিত বিন্দাল।
এ আইনজীবী বলেন, মধ্যরাতে অসুস্থ হয়ে পড়েছিলেন। অস্বস্তি হচ্ছিল তার। এরপর হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ভর্তি করা হয়। এরইমধ্যে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন সেসব রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় আছি।
এদিকে গতকালই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেখার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা গোবিন্দ। সেখান থেকে বের হওয়ার পর বেশ গম্ভীর দেখাচ্ছিল তাকে। এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যে এবার নিজেই অসুস্থ্ হয়ে পড়লেন এ তারকা।
এ নিয়ে গত এক বছরের দ্বিতীয় দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দ। গত বছরের এ অক্টোবর কলকাতায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন নিজের রিভলভার নেয়ার সময় দুর্ঘটনাবশত গুলি ছিটকে গিয়ে লাগে হাঁটুতে। তখন তিনদিন হাসপাতালে ভর্তি ছিলেন।