× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিশোকে নিয়ে রহস্যের অবসান, নতুন মুখ হামজা

বিনোদন ডেস্ক।

১৫ নভেম্বর ২০২৫, ১৩:৪১ পিএম

ছবি: সংগৃহীত।

অভিনেতা আফরান নিশোর পরিবর্তে নতুন মুখ কে- এমনই এক সাসপেন্স তৈরি করে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে মোবাইল আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে চলতে থাকল আলোচনা। অবশেষে সেই রহস্যের অবসান ঘটল।

সেটি হলো, প্রতিষ্ঠানটি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিলো তারকা ফুটবলার হামজা চৌধুরীকে।

বহুল আলোচিত এই প্রচারণার সবশেষ ভিডিওতে দেখা যায়, ‘নতুন মুখ’ (নিউ ফেস) আসাকে কেন্দ্র করে আফরান নিশোর সঙ্গে হামজা চৌধুরীর এক ধরনের ‘মুখোমুখি’ অবস্থান তৈরি হয়েছে।

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেই সাসপেন্স শুরু। ভিডিওটির শুরুতে দেখা যায়, অভিনেতা আফরান নিশো একটি মেকআপ রুমে কিছুটা উত্তেজিত অবস্থায় কথা বলছেন। তিনি বলছেন, ‘এতকিছুর পরও নিউ ফেস!’

এরপরই একটি অন্ধকার আবহে নিশোকে বলতে শোনা যায়, ‘কে এই নিউ ফেস? তার সাথে দেখা হবে... ফেস টু ফেস!’

এই চ্যালেঞ্জের জবাব দিতেই করিডোরের অন্য প্রান্ত থেকে 'HAMZA' নাম লেখা জার্সি পরা একজনের প্রবেশ ঘটে। তিনি আর কেউ নন, বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী।

আফরান নিশোকে নিয়ে যে রহস্য তৈরি হয়েছিল, তা মূলত এই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পরিচয় করিয়ে দেওয়ার একটি সৃজনশীল প্রচারণা ছিল। সেই মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের ভক্তদের সঙ্গে হামজা চৌধুরীর শক্তিশালী সম্পর্ক এবং তার ক্রমবর্ধমান প্রভাবের কারণেই তাকে ব্র্যান্ডের নতুন মুখ হিসেবে নির্বাচন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.