ছবি: সংগৃহীত।
বলিউডের তারকাদের মধ্যে অনেকেই গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়িয়ে বিতর্কে জড়িয়েছেন। এবার সে তালিকায় যুক্ত হলো জনপ্রিয় দুই নায়িকা শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীরা আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাঊদ ইব্রাহিম সংশ্লিষ্টদের পার্টিতে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল সম্প্রতি একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পায়। যেটা শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা নিয়ন্ত্রণ করেন। এই সেলিম দোলা আবার দাঊদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত।
ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, সেলিম দুবাইতে বসে পুরো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার ছেলে তাহের দোলাকে গেলো আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরিয়ে আনা হয়। তার কাছ থেকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পায় সে দেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পিটিআইকে দেওয়া তথ্য অনুযায়ী, শাইখ স্বীকার করেছেন যে তিনি এসব পার্টিতে মাদক সরবরাহ করতেন। দুবাইভিত্তিক অন্য মাদক কারবারিদের সঙ্গে কাজ করার সন্দেহে তাকে রেড কর্নার নোটিশ জারি করে দেশে ফিরিয়ে আনা হয়।
তার সর্বশেষ বক্তব্যের পর তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, একই চক্রের আরও কারও মাধ্যমে এমন পার্টি আয়োজন করা হয়েছিল কি না। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় শাইখ যেসব জনসাধারণের পরিচিত নাম বলেছেন, প্রয়োজনে তাদেরও তলব করা হতে পারে।
আরেক সংশ্লিষ্ট তদন্তে উঠে এসেছে আরও কিছু বলিউড ব্যক্তিত্বের নাম। জানা যাচ্ছে, মুম্বাই পুলিশের অ্যান্টিনারকোটিকস সেল দাউদের সহযোগী সালিম ডোলা পরিচালিত একটি বড় মাদক চক্রের তথ্য পেয়েছে। দুবাই থেকে পরিচালিত এই চক্রের সদস্য তাহের ডোলা, যাকে গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রত্যর্পণ করা হয়। তদন্তকারীদের কাছে বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি।
ভারত টুডের হাতে পৌঁছানো নথিতে দাবি করা হয়, তাহের জানিয়েছেন, তিন যে পার্টিগুলো আয়োজন করতেন, সেখানে অভিনেতা, মডেল, র্যাপার, চলচ্চিত্র নির্মাতা এবং আন্ডারওয়ার্ল্ড সংযোগ থাকা কিছু মানুষ উপস্থিত থাকতেন।
রিমান্ড কপিতে উল্লেখ আছে, ‘অভিযুক্ত দেশ-বিদেশে মাদক পার্টি আয়োজন করছেন এবং সেখানে মাদক সরবরাহ করছেন।’
আরও বলা হয়েছে, ‘অভিযুক্ত এর আগে আলীশাহ পারকার, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর ও তার ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকী, আব্বাস মস্তান, লোকাসহ বহু জনকে নিয়ে দেশ-বিদেশে পার্টি আয়োজন করেছেন এবং তাদের কাছে মাদক সরবরাহ করেছেন।’
তদন্ত ঘিরে যে নামগুলো উঠে এসেছে, তাদের মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ শিগগিরই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।
এদিকে এ অভিযোগের বিষয়ে শ্রদ্ধা কাপুর কোনো মন্তব্য না করলেও নোরা ফাতেহি স্যোশাল মিডিয়ার এক পোস্টে সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন।
নোরা লিখেছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। নোরার ভাষায়, ‘আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’
অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে তিনি আরও বলেন, ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ— এটা বন্ধ করুন। না হলে এর পরিণাম ভালো হবে না। এবার আর চুপ করে থাকব না।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
