× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নতুন মুখ তাসনিমকে নিয়ে আকাশ রঞ্জনের ‘পরহেজগার মেয়ে’

ডেস্ক রিপোর্ট।

১৬ নভেম্বর ২০২৫, ১৫:৫২ পিএম । আপডেটঃ ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

গ্রামীণ জীবনের সরলতা, বিশ্বাস আর ভুল-বোঝাবুঝির গল্পে নতুন নাটকপরহেজগার মেয়ে পরিচালনা অভিনয়ে একসঙ্গে আকাশ রঞ্জনবিপরীতে নবাগত তাসনিম। বাস্তবধর্মী গল্পনির্ভর এই নাটকটি দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে গ্রামের নিসর্গ, পারিবারিক বন্ধন আর মানুষের আন্তরিকতার জগতে।

বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ আকাশ রঞ্জনতিনি একাধারে নাট্যকার, অভিনেতা পরিচালক। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন টেলিভিশন নাটকে। সমাজের বাস্তব চিত্র, মানবিক টানাপোড়েন জীবনের খাঁটি অনুভবই তার গল্পের প্রধান উপাদান। সেই ধারাবাহিকতায় এবার তিনি নির্মাণ করেছেন নতুন সামাজিক নাটকপরহেজগার মেয়ে


নাটকটি পরিচালনার পাশাপাশি আকাশ রঞ্জন নিজেও এতে অভিনয় করেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী জামানুন তাসনিম তামান্না। আরও আছেন রুমন চৌধুরী, জাহিদ হাসান শুভ্র, ববি হালদার তুহিন মৃধা।

গল্পে দেখা যাবে এক গ্রামীণ প্রেক্ষাপটে মানুষে মানুষে সম্পর্ক, ভুল বোঝাবুঝি, বিশ্বাস পারিবারিক টানাপোড়েনের মানবিক উপাখ্যান। নাম শুনে যেমনটা ধারণা হতে পারে, এটি কোনো প্রেমের গল্প নয়; বরং এটি সমাজের সহজ-সরল মানুষদের জীবনের বাস্তব গল্প। পরিচালক অভিনেতা আকাশ রঞ্জন বলেন, “আমরা গল্পটিকে বাস্তবের খুব কাছাকাছি রেখেছি। দর্শক এখানে গ্রামীণ জীবনের সৌন্দর্য, পারিবারিক বন্ধন আর জীবনের ছোট ছোট আনন্দগুলো দেখতে পাবেন।তিনি আরও জানান, এই নাটকের মাধ্যমে নতুন মুখ তাসনিমের অভিনয় যাত্রা শুরু হচ্ছে। তার বিশ্বাস, দর্শকরা নাটকের গল্প নির্মাণে নতুনত্ব খুঁজে পাবেন। দর্শকদের জন্য এটি হবে এক নতুন অভিজ্ঞতাযেখানে থাকবে গ্রামীণ জীবনের গন্ধ, বাস্তবের মায়া এবং মানবিকতার আলো।

পরহেজগার মেয়েনাটকটি শিগগিরই দেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.