× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সত্যতা নিয়ে যা জানালেন মেহজাবীন

বিনোদন ডেস্ক।

১৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হুমকি-ধামকির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।

মেহজাবীন রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে দাবি করেন, অনলাইনে তার নাম ব্যবহার করে বিভিন্ন ‘ভিত্তিহীন মামলা’ সংক্রান্ত খবর ছড়ানো হচ্ছে। সাংবাদিকদের প্রতি তিনি অনুরোধ জানান, কোনো প্রকার যাচাই ছাড়াই এসব সংবাদ প্রকাশ না করতে।

মেহজাবীন লেখেন, অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সব সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়ে অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা ফেরত না দেয়ার পাশাপাশি বাদীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় আদালত আগামী ১৮ ডিসেম্বর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে।



মেহজাবীনের পোস্টে তিনি মামলাটির সত্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি, তবে অনেকেই মনে করছেন তার এই বক্তব্য মামলার অগ্রগতিতে নতুন মোড় আনতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.