× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমার রূহটা ইন্ডিয়ায়, আমি আমেরিকায়: মাহি

বিনোদন ডেস্ক।

২২ নভেম্বর ২০২৫, ১৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত।

সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে নিয়মিত মাহিয়া মাহি। বিভিন্ন স্থিরচিত্র, ভিডিওতে মেলে ধরেন নিজেকে। এবার এ অভিনেত্রী জানালেন, মনটা তার ভারতে। 

ফেসবুকে নিজের কয়েকটি ছবি প্রকাশ করেছেন মাহি। ওভার কোটে মোড়ানো দেখা গেছে এ সুন্দরীকে। ক্যাপশনে লিখেছেন, আমার রূহটা ইন্ডিয়ায়, আর আমি আমেরিকায়।

কী কারণে এমন পোস্ট — বিস্তারিত জানাননি অভিনেত্রী। তবে ধারণা করা হচ্ছে স্বামী রাকিব সরকারের ভালোবাসার বহিঃপ্রকাশ এই পোস্ট। হয়তো এখন ভারতে অবস্থান করছেন রাকিব।

কেননা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন রাকিব। ৫ আগস্টের পর দলটির প্রধান শেখ হাসিনাসহ অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন। এদিকে রাকিব সরকারেরও খোঁজ নেই সরকার পতনের পর থেকে। হয়তো তিনি ভারতে আছেন। সেকারণেই হয়তো আমেরিকায় অবস্থানরত স্বামীর বিরহে কাতর মাহির এমন পোস্ট। 

সিনেমা দিয়ে আর আলোচনায় আসেন না মাহিয়া মাহি। এক্ষেত্রে ব্যক্তিজীবন-ই সম্বল। এই যেমন কদিন আগে রাকিব সরকারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে খবরে এসেছিলেন। সম্প্রতি আলোচনায় এসেছেন জায়েদ খানের অনুষ্ঠানে অতথি হয়ে। এবার দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.