× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়: মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক।

২৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত।

কিছুদিন লোকচক্ষুর অন্তরালে থাকলেও আবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিছুদিন আগেই নীরবতা ভেঙে তিনি আবারও স্বামী রাকিবের সঙ্গে সংসার জোড়া লাগার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন।

এরপর থেকে বিভিন্ন সময়ের ছবি তিনি তার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছেন। অনুরাগীরাও প্রিয় নায়িকাকে দেখে উচ্ছ্বসিত হচ্ছেন।  

বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমার রুহ ইন্ডিয়ায় আর আমি আমেরিকায়।’

নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন।

একজন লিখেছেন, ‘আর ইন্ডিয়া এবং আমেরিকার মাঝখানে আমরা আছি সবাই বাংলাদেশে।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘শুভ কামনা রইলো সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.