× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্টাইল আইকন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩ পিএম

ছবি:সংগৃহীত।

চিত্রনায়িকা অপু বিশ্বাস প্রায়ই নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন রূপে ধরা দিলেন মোহময়ী এই নায়িকা। অপু বিশ্বাস তার অফিসিয়াল ফেসবুক পেজে গতকাল বুধবার সন্ধ্যায় একগুচ্ছ ছবি প্রকাশ করেন। দেখা যায়, সোনালি রঙের নকশাযুক্ত শাড়ি এবং মানানসই গহনায় সেজে নিজেকে মেলে ধরেছেন অপু বিশ্বাস। সঙ্গে পরেছেন নেকলেস, দুল, চুড়ি ও হীরার মতো অলংকার। এছাড়াও তার চুলে ফুলের খোঁপা পুরো সাজটিতে ভিন্ন মাত্রা এনে দেয়। 

শুধু তাই নয়, ক্যাপশনে লিখেছেন চমকপ্রদ একটি কথাও! লিখেছেন, ‘এই ব্যক্তিটি ব্যাপক কর্তৃত্বের অধিকারী এবং সব সাফল্যের মূলে ইনিই রয়েছেন।’ 

মূলত একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। আর সেখানেই ফুটে উঠল নায়িকার অপরূপ সৌন্দর্য। নিয়মিত  মডেলিং এবং ফটোসেশনের মাধ্যমে নিজেকে নতুন রূপে উপস্থাপন করা এই নায়িকার স্টাইলকে ভক্তরা প্রশংসা করে থাকেন; এবারও ব্যতিক্রম হয়নি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকন।’

এদিকে, প্রায় দুই বছরের বিরতির পর এবার নতুন সিনেমায় ফিরছেন অপু বিশ্বাস। রোম্যান্টিক-অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমার নাম ‘সিক্রেট’। ছবিতে তিনি চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করছেন। পরিচালক বন্ধন বিশ্বাসের তত্ত্বাবধানে চলতি মাসের শেষ দিকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.