× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিফাত নুসরাতের নীরবতার রহস্য ফাঁস—অভিনয় দিয়ে আসছেন বড় পর্দায়

বিনোদন ডেস্ক।

০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪ পিএম । আপডেটঃ ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মডেল ও লেখিকা সিফাত নুসরাত—নতুন প্রজন্মের সবচেয়ে আলোচিত ও সৃজনশীল মুখগুলোর একটি। দীর্ঘদিন ধরে মিডিয়ার সামনে ও পেছনে বহুমুখী কাজ করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সক্রিয় নন। কোনো নতুন পোস্ট নেই, নেই কোনো প্রকল্পের আপডেট। এতে ভক্তরা ভাবনায় পড়ে গেলেও নুসরাত চুপ ছিলেন নিজের পরিকল্পনা নিয়ে।

বিভিন্নভাবে মডেল ও লেখিকা সিফাত নুসরাতের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কী নিয়ে ব্যস্ত আছেন—তা কেউ জানতে পারেনি। কিন্তু গোপন সূত্রে জানা গেছে, চমকপ্রদ একটি কাজে যুক্ত হয়েছেন সিফাত নুসরাত। তিনি এবার অভিনয় জগতে নাম লিখিয়েছেন—তাও আবার নিজের লেখা গল্প নিয়ে।

নুসরাত যে গল্পে অভিনয় করছেন, সেটি একটি সুপার ন্যাচারাল ঘরানার প্লট—যা বাংলাদেশে এই ধরনের কাজের ক্ষেত্রে নতুন মাত্রা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই গল্পের লেখক নিজেই সিফাত নুসরাত, গল্পের একটি  মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তার সঙ্গে আরও কাজ করছেন ডিরেক্টর কিশোর নিল, জিলান, এবং এক্সিকিউটিভ প্রডিউসার সাহেল রনি।

বাংলাদেশের বিনোদন অঙ্গনে এমন দৃষ্টান্ত খুব কমই দেখা যায়—যেখানে একজন নারী শিল্পী নিজের লেখা গল্পে নিজেই অভিনয় করছেন। তাই অনেকেই বলছেন, এটি দেশের শিল্পী-পরিমণ্ডলে নতুন দিশা দেখাবে।

বাংলাদেশে এর আগে ব্যক্তিগতভাবে নিজের লেখা গল্প নিয়ে কোনো অভিনেত্রী এইভাবে অভিনয় জগতে অভিষেক করেছেন—এমন নজির নেই। তাই এটিকে একটি ব্যতিক্রমী অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

শিল্প-সংস্কৃতি বিশ্লেষকরা বলছেন—সৃজনশীল মানুষ যখন একসঙ্গে লেখক ও অভিনেত্রীর দুটি ভূমিকায় আসে, সেখানে সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যায়।

নুসরাতের আগের কাজগুলো সবসময়ই প্রশংসিত হয়েছে। এবার তিনি যে নতুন এক ঘরানা—সুপার ন্যাচারাল গল্প—নিয়ে দর্শকদের সামনে আসছেন, তা আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

ভক্তরা বিশ্বাস করেন, এই গল্প ও চরিত্র তার আগের সব কাজকে ছাড়িয়ে যাবে। একই সঙ্গে নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হবে তার এই উদ্যোগ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.