× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপেক্ষায় চিত্রনায়িকা অধরা খান

বিনোদন ডেস্ক।

০৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১ পিএম

ছবি: সংগৃহীত।

এ প্রজন্মের গ্ল্যামারাস চিত্রনায়িকা অধরা খান। ‘মাতাল’ খ্যাত এ নায়িকার একাধিক ছবি মুক্তির জন্য প্রস্তুত। যার একটি জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’, অন্যটি সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’। দুটো ছবি নিয়েই আশাবাদী উঠতি তারকা অধরা।

‘ঋতুকামিনী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অধরা। ছবিটি নিয়ে তার ভাষ্য, এটি একটি পরিপূর্ণ চলচ্চিত্র। দর্শকদের সাথে প্রেক্ষাগৃহে দেখার জন্য অপেক্ষায় আছি। বরাবরের মতোই দর্শকের ভালোবাসায় সিক্ত হতে পারবো ছবিটি মুক্তি পেলে।

জানা গেছে, ‘ঋতুকামিনী’ ছবিতে অধরার সাথে আরও অভিনয় করেছেন তারকা অভিনেতা সজল, ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খান প্রমুখ। এ ছবিতে একজন গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অধরা। 

অন্যদিকে ‘দখিন দুয়ার’ ছবিটি প্রসঙ্গে অধরা বলেন, ডাবিংয়ের সময় যতটুকু দেখেছি এবং শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি সবমিলিয়ে খুব ভালো কাজ হয়েছে। জীবন ঘনিষ্ঠ গল্পের এ ছবি দর্শকের কাছে ভালো লাগবে বলে আশা করছি।


‘দখিন দুয়ার’ ছবিতে কাজ করেছেন চিত্রনায়ক ফেরদৌস, শিমলা ও আরও অনেকে।  পদ্মা নদীর পাড়ের শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সিনেমাটির শুটিং হয়েছে। এ ছবিতে পদ্মা সেতু চালুর আগে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা, পরের দৃশ্যপট, উন্নয়নচিত্র ও সম্ভাবনা তুলে ধরা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অধরা অভিনীত অন্যান্য ছবিগুলো হলো নায়ক, মাতাল, পাগলের মতো ভালোবাসি ও সুলতানপুর। প্রতিটি ছবিতেই অধরার অভিনয় ও উপস্থিতি দর্শকমহলে প্রশংসিত হয়েছে। তরুণ চিত্রনায়িকা হিসেবে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.