× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবার স্বপ্ন বুকে নিয়ে আলোর পথে সুরাইয়া নীল

বিনোদন ডেস্ক।

১৩ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশের বর্তমান টেলিভিশন ও মিউজিক ভিডিও অঙ্গনে যেসব তরুণ অভিনয়শিল্পী নিরলস পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করে চলেছেন, তাদের মধ্যে অন্যতম নাম সুরাইয়া নীল। সাতক্ষীরা জেলার বাসিন্দা এই অভিনেত্রীর মিডিয়া যাত্রা সহজ ছিল না; তবে সীমাহীন স্বপ্ন আর কঠোর পরিশ্রমই তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

মিডিয়াতে সুরাইয়া নীলের পথচলা শুরু হয় প্রায় দুই বছর আগে। তাঁর অভিনয়জীবনের প্রথম কাজ ছিল নির্মাতা ডি এ তায়েব-এর পরিচালনায় এটিএন বাংলা ডিবি নাটক। প্রথম কাজেই ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য আর অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা তাঁকে আলাদা করে চিনিয়ে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি।


এই অল্প সময়ের মধ্যেই তিনি কাজ করেছেন ৫০টিরও বেশি একক নাটকে এবং ৩০০টির বেশি মিউজিক ভিডিওতে। বর্তমানে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং সামনে আরও একাধিক একক নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়কে তিনি কেবল পেশা হিসেবে নয়, জীবনের লক্ষ্য হিসেবেই বেছে নিয়েছেন।

ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি ছিল তাঁর প্রবল টান। নায়ক শাকিব খান ও দেব-এর সিনেমা দেখে বড় হওয়া সুরাইয়ার মনে তখনই জন্ম নেয় অভিনয়ের স্বপ্ন। সেই সময় থেকেই মিডিয়াকে তিনি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার চোখে দেখেছেন। আজ সেই ভালোবাসাই তাঁকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে নতুন কাজের পথে এগিয়ে নিচ্ছে।

ব্যক্তিজীবনে সুরাইয়া নীলের পথচলা ছিল বেশ চড়াই-উতরাইপূর্ণ। পরিবার কখনোই তাঁর মিডিয়ায় কাজ করাকে সেভাবে সমর্থন করেনি। তবে তাঁর বাবা ছিলেন একমাত্র ভরসা ও সাহসের জায়গা। বাবার হঠাৎ মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দিলেও, বাস্তবতার সঙ্গে লড়াই করে তিনি নিজেকে আবার গড়ে তুলেছেন। বর্তমানে তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি ও অবলম্বন তাঁর মা।


ভালোবাসার ক্ষেত্রেও জীবনের অভিজ্ঞতা খুব সুখকর নয় তাঁর। অতীতে বিশ্বাসভঙ্গ আর প্রতারণার কারণে ভালোবাসা নিয়ে তিনি আজ অনেকটাই সংযত। সঠিক মানুষ আর প্রকৃত ভালোবাসা পেলে তবেই নতুন করে ভাবতে চান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ স্পষ্ট সুরাইয়া নীল। তিনি নিজেকে একজন সফল ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দেখতে চান। অনুপ্রেরণা হিসেবে তিনি দেখতে চান নিজেকে “দ্বিতীয় পরীমণি” হিসেবে প্রতিষ্ঠিত করতে। পাশাপাশি মানবিক দায়িত্বের কথাও ভাবছেন তিনি। নিজেকে প্রতিষ্ঠিত করার পর তিনি এতিম, ডিভোর্সি নারী ও অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান—এটাই তাঁর জীবনের অন্যতম স্বপ্ন।

সংগ্রাম, স্বপ্ন আর আত্মবিশ্বাস—এই তিন শক্তিতেই এগিয়ে চলেছেন সুরাইয়া নীল। অভিনয়ের প্রতি ভালোবাসা আর অদম্য মনোবল থাকলে যে সীমাবদ্ধতা জয় করা সম্ভব, তাঁর গল্পই তার প্রমাণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.