× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোমান্টিক নাটক ‘লাভ ইউ স্টুপিড’—পরিচালনায় সোহেল তালুকদার

বিনোদন ডেস্ক।

১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সম্প্রতি থ্রি এম ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে একক নাটক ‘লাভ ইউ স্টুপিড’। এন ডি আকাশের রচনায়, আব্দুল মালেক এর প্রযোজনায় ও সোহেল তালুকদারের পরিচালনায় নির্মিত রোমান্টিক ঘরানার এই নাটকে অভিনয় করেছেন মিরাজ খান, জ্যোতি ইসলাম, হারুন রশিদ বান্টি, আসমা শিউলীসহ আরও অনেকে। ইউটিউবে প্রকাশের পর নাটকটি দর্শকদের নজর কাড়ে এবং দ্রুত আলোচনায় উঠে আসে।

নাটকের গল্পে রয়েছে প্রেম, ভুল বোঝাবুঝি, মান–অভিমান, বাস্তব জীবনের সম্পর্কের টানাপোড়েন এবং তরুণদের আবেগী সিদ্ধান্তের ছাপ। রোমান্সের মধ্যেও বাস্তবতার যে পরশ থাকছে, তা দর্শকের সঙ্গে গল্পটির সংযোগ তৈরি করেছে।

নির্মাতা সোহেল তালুকদার নাটকটি নিয়ে বলেন “রোমান্টিক নাটক হলেও আমি চাইছিলাম এর ভেতরে যেন বাস্তব অনুভূতির প্রতিফলন থাকে। চরিত্রগুলোকে এমনভাবে সাজিয়েছি যেন দর্শক তাদের দৈনন্দিন জীবন থেকেই চিনে নিতে পারে। পুরো টিম অনেক পরিশ্রম করেছে, তাই নাটকটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মিরাজ খান জানান— “গল্পটি যেমন সুন্দর, তেমনি চরিত্রটিও ছিল বহুমাত্রিক। রোমান্স, আবেগ আর দুষ্টুমির মিশেলে অভিনয় করতে হয়েছে। পরিচালক আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, ফলে চরিত্রটি ফুটিয়ে তুলতে সুবিধা হয়েছে। আশা করছি দর্শক আমার অভিনয়কে ভালোবাসবেন।

অভিনেত্রী জ্যোতি ইসলাম বলেন, “গল্পটি পড়ার পরই আমার মনে হয়েছে এটি খুব বাস্তব। মেয়েদের আবেগ, সিদ্ধান্ত আর সম্পর্কের মানসিক চাপগুলো এখানে ভালোভাবে ফুটে উঠেছে। কাজটাতে অংশ নিতে পেরে আমি খুব আনন্দিত। সহশিল্পী হারুন রশিদ বান্টিও নাটকের প্রশংসা করে বলেন— “দারুণ একটি টিমে কাজ করেছি। পুরো ইউনিটের পরিবেশ ছিল খুব বন্ধুত্বপূর্ণ। গল্পে হাস্যরস, আবেগ আর জীবনের বাস্তবতা—সবই আছে। দর্শক নিশ্চয়ই উপভোগ করবেন।

দর্শকদের প্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় স্পষ্ট, ‘লাভ ইউ স্টুপিড’ ইতোমধ্যেই তাদের মন ছুঁয়ে গেছে। নির্মাতা ও অভিনয়শিল্পীদের বিশ্বাস, নাটকটি থ্রি এম ড্রামার অন্যতম সফল কাজ হিসেবে জায়গা করে নেবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.