আধুনিক নারীদের রূপচর্চার নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পাওয়া তানিয়া’স বিউটি বার-এ অনুষ্ঠিত হলো একটি বিশেষ মিটআপ ও সংবাদ সম্মেলন। ১৪ ডিসেম্বর, রবিবার সন্ধ্যায় গুলশান-১ নিকেতনে অবস্থিত সেলুনটিতে এই আয়োজন করা হয়। মিটআপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত বিউটি এক্সপার্ট ও ফ্যাশন ডিজাইনার এডলফ খান।
মিটআপে বক্তব্য রাখতে গিয়ে এডলফ খান বলেন, “তানিয়া আমার স্টুডেন্ট। তার কাজ ও পরিশ্রম আমি কাছ থেকে দেখেছি। আমি সবসময় তার ভালো কাজের পাশে থাকবো। নিকেতন এলাকায় একটি মানসম্মত বিউটি সেলুনের প্রয়োজন ছিল, যা তানিয়া’স বিউটি বার অনেকটাই পূরণ করছে। গুলশান, বাড্ডা ও তেজগাঁও এলাকার বাসিন্দারা এখান থেকে সহজেই সব ধরনের সেবা নিতে পারছেন।”
এ সময় তিনি আরও জানান, এডলফ খানের নাম উল্লেখ করে ও তাঁর বিশেষ কোড ব্যবহার করলে গ্রাহকরা নির্দিষ্ট সেবায় স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে সেলুনের কর্ণধার, নারী উদ্যোক্তা, মডেল ও মিস্টার এন্ড মিস গ্লামার লুকস এর প্রতিযোগিত তানিয়া ইসলাম বলেন,
“তানিয়া’স বিউটি বারে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা হয়েছে। এখানে ব্যবহৃত প্রতিটি পণ্যই সম্পূর্ণ অথেনটিক। হেয়ার, স্কিন ও মেকআপসহ বিউটি সেলুনের সব ধরনের সেবা এক ছাদের নিচে পাওয়া যায়। প্রতি মাসে একটি বিশেষ প্যাকেজে ছাড় থাকে, পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা ডিসকাউন্ট।
নিজের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরে তানিয়া আরও বলেন,
“আমি চাই আমার মতো যারা সামাজিক ও পারিবারিক নানা বাঁধা ও প্রতিকূলতা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে চান, তারা যেন সাহস পান। একজন নারী চাইলে সব প্রতিকূলতার মাঝেও নিজের অবস্থান তৈরি করতে পারে—এই বিশ্বাস থেকেই আমার পথচলা।
মিটআপে উপস্থিত অতিথি, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সৌন্দর্যচর্চার ক্ষেত্রে মানসম্মত সেবা নিশ্চিত করে তানিয়া’স বিউটি বার আগামীতেও নারীদের আস্থার জায়গা হয়ে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।