× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তির অপেক্ষায় শিল্পী আক্তার রিয়ার 'মন্দ স্বভাব'

বিনোদন ডেস্ক।

১৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯ পিএম । আপডেটঃ ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নতুন একক গান নিয়ে আসছেন শিল্পী আক্তার রিয়া। শিরোনাম ‘মন্দ স্বভাব’—গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলিংয়েও দেখা যাবে তাঁকে। গানটির কথা ও সুর করেছেন আছিয়া ইসলাম দোলা, আর সংগীতায়োজন করেছেন আল-আমিন তুহিন। আগামী ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশ পাবে ‘এআর মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে রিয়া জানান, ‘মন্দ স্বভাব’ একটি আধুনিক অনুভূতির গান, যেখানে সম্পর্কের ভেতরের টানাপোড়েন ও আবেগের প্রকাশ রয়েছে। নিজের কণ্ঠে গান গাওয়ার পাশাপাশি ভিজ্যুয়ালে নিজেই উপস্থিত থাকায় কাজটির প্রতি তাঁর আলাদা যত্ন ছিল বলে জানান তিনি।

ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে রিয়া বলেন, তাঁর প্রথম অ্যালবাম ‘প্রেমে অনেক ঝাল’ প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পান। এরপর ‘কাঙ্গালিনী’ ও ‘আমার দিলের মাঝে’ গান দুটি তাঁকে আরও পরিচিত করে তোলে। দীর্ঘ সংগীতযাত্রায় দেশের বিভিন্ন মঞ্চে নিয়মিত পারফর্ম করার সুযোগ পেয়েছেন তিনি।

মঞ্চ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রিয়া বলেন, “রুনা লাইলা ম্যাম ও সাবিনা ইয়াসমিন ম্যাম ছাড়া প্রায় সবার সঙ্গেই একই মঞ্চে গান গাইতে পেরেছি—এটা আমার জন্য সত্যিই গর্বের।

জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, আসিফ আকবর, ইমরান, প্রীতম ও মনির খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকেও তিনি তাঁর ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

নতুন গান ‘মন্দ স্বভাব’ প্রকাশের মাধ্যমে শ্রোতাদের আরও কাছাকাছি পৌঁছাতে চান আক্তার রিয়া—এমন প্রত্যাশাই করছেন তিনি ও তাঁর টিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.