× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গল্প আর গুণগত মানই আমার প্রথম শর্ত

বিনোদন ডেস্ক।

১৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি। ‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক। এরপর ‘জটিল প্রেম’ সিনেমায় দর্শকের নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’ দিয়ে প্রশংসা কুড়ান। কাজের সংখ্যার চেয়ে মানের ওপরই বেশি গুরুত্ব দেন তিনি। তাই বেছে বেছে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। অভিনয়, বিজ্ঞাপন, ওটিটি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি দৈনিক বাংলাদেশের আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন হৃদয় খান।

বর্তমানে আঁচল আঁখি নিজের ফিটনেস নিয়েই বেশি সময় দিচ্ছেন। নিয়মিত জিম করছেন এবং শরীর-স্বাস্থ্য নিয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছেন। তার ভাষায়, নিজেকে ফিট রাখতেই এই প্রস্তুতি, যাতে সামনে দর্শকদের আরও সুন্দর ও মানসম্মত কাজ উপহার দেওয়া যায়। এর পাশাপাশি সম্প্রতি তিনি দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। নিজস্ব ইউটিউব চ্যানেলের কাজও চলছে পুরোদমে। এছাড়া সৈয়দ ওমির সঙ্গে বেছে বেছে কাজ করছেন বলেও জানান তিনি।

অনেকদিন নতুন সিনেমার ঘোষণা না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলেও আঁচলের স্পষ্ট বক্তব্য—ভালো গল্পের অভাবেই তিনি নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন না। তার মতে, গল্প, দক্ষ পরিচালক, মানসম্মত সহশিল্পী ও শক্ত প্রডাকশন—এই সবকিছু মিললেই তিনি নতুন কাজে সম্মতি দেবেন। দর্শকদের উদ্দেশে তার আশ্বাস, সিনেমা থেকে তিনি দূরে থাকছেন না, বরং সঠিক সময়েই আবার বড় পর্দায় দেখা যাবে তাকে।


বিজ্ঞাপনের কাজ প্রসঙ্গে আঁচল জানান, সম্প্রতি তিনি থাইপ্যান্টস স্যানিটারি ন্যাপকিনের একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এটি থাইল্যান্ডের এবি গ্রুপের একটি পণ্য। এর আগেও একই গ্রুপের থাইড্রাইপার ও থাই স্যাঞ্জেলিনা ন্যাপকিনের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সর্বশেষ বিজ্ঞাপনটির পরিচালক ছিলেন মনির হোসেন সোহেল। প্রতিটি বিজ্ঞাপনের কাজের অভিজ্ঞতা তার কাছে দারুণ উপভোগ্য বলেই জানান এই অভিনেত্রী।

ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহও রয়েছে আঁচলের। ভালো ও মানসম্মত কোনো প্রজেক্ট এলে অবশ্যই কাজ করবেন বলে জানান তিনি। নিজেকে তিনি ‘কাজ পাগল’ মানুষ হিসেবেই দেখেন এবং ভালো কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতে চান।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে আঁচলের উচ্ছ্বাসও কম নয়। তার অভিনীত আটটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। সবগুলো সিনেমাই সেন্সর ছাড়পত্র পেয়েছে, এখন শুধু প্রেক্ষাগৃহে মুক্তির তারিখের অপেক্ষা। শেষ যে আটটি সিনেমায় তিনি কাজ করেছেন, সেগুলোর গল্প অসাধারণ ছিল বলে জানান তিনি। দর্শকদেরও সেগুলো ভালো লাগবে বলে আশাবাদী এই নায়িকা।

চলতি বছরটি আঁচলের জন্য বেশ ইতিবাচক কেটেছে। আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টা সুন্দরভাবেই কেটেছে। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত বেশ কয়েকটি গান দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংসার জীবন ও মিডিয়ার কাজ—দুটোর মধ্যেই সুন্দর ভারসাম্য রাখতে পেরে তিনি সন্তুষ্ট।

নতুন বছর নিয়ে প্রত্যাশার কথাও জানান আঁচল আঁখি। আগামী বছরে এ বছরের চেয়েও ভালো কিছু করার ইচ্ছা তার। দর্শকদের জন্য আরও মানসম্মত গান ও সিনেমা উপহার দিতে চান তিনি। যেহেতু সিনেমাই তার মূল জায়গা, তাই নতুন বছরে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকার পরিকল্পনা রয়েছে। নিজেকে সেভাবেই প্রস্তুত করছেন তিনি এবং আশা করছেন, নতুন বছর তার ক্যারিয়ারে আরও ভালো কিছু নিয়ে আসবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.