× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চার বছরে শতাধিক কাজ, ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট স্বপ্ন মিশকাতের

বিনোদন ডেস্ক।

২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

অল্প বয়সেই বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছে শিশুশিল্পী মিশকাত মাহামুদ মেহরিমা। বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ ও সিনেমা—সব মাধ্যমেই সমানতালে কাজ করে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই প্রতিভাবান অভিনয়শিল্পী। অভিনয়ের মতোই পড়াশোনাতেও সমান পারদর্শী মিশকাত, যা তাকে আরও আলাদা করে তুলে ধরছে।

মিশকাত পড়াশোনা করছে বাংলাদেশ এয়ার ফোর্স শাহীন  ইংলিশ মিডিয়াম কলেজ (SEMC) স্ট্যান্ডার্ড টুতে। শৃঙ্খলাবোধ ও আত্মবিশ্বাস নিয়ে বেড়ে ওঠা এই শিশুশিল্পীর স্বপ্ন—ভবিষ্যতে একজন সৎ ও নিষ্ঠাবান ডাক্তার হতে চায়, আর অভিনয়কেও দায়িত্ববোধের সঙ্গে এগিয়ে নিতে চায়।

মাত্র ২০২১ সালে সাড়ে তিন বছর বয়সে মিশকাতের মিডিয়ায় যাত্রা শুরু। পরিচালক মাহমুদ মাহিন নির্মিত নাটক ‘হঠাৎ এলো বৃষ্টি’-এর মাধ্যমে তার অভিনয়জীবনের অভিষেক ঘটে, যেখানে তিনি জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও কেয়া পায়েল-এর সঙ্গে কাজ করেন। শুরুতেই দর্শকের নজর কাড়ে তার স্বাভাবিক অভিনয়।


এরপর একে একে আসে উল্লেখযোগ্য কাজ। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘নিকোষিত’ নাটকে তিনি অভিনয় করেন তাহসান ও চমক-এর মেয়ের চরিত্রে। পরে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন-এর ‘যোদ্ধা’ নাটকে অপূর্ব ও নাজিবা বাশার-এর কন্যা চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।

চার বছরের মিডিয়া পথচলায় মিশকাত কাজ করেছে শতাধিক নাটকে। পাশাপাশি রয়েছে ১০টি ওয়েব সিরিজ, ৬টি ওয়েব ফিল্ম ও ৭টি সিনেমা। টিভিসি ও ওভিসি মিলিয়ে প্রায় অর্ধশতাধিক বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

বর্তমানে বয়স কম হলেও কাজের অভিজ্ঞতায় অনেকটাই পরিণত মিশকাত। আগামী ২০২৬ সালের ২৫ জানুয়ারি সে পা রাখবে ৯ বছরে। অভিনয়, পড়াশোনা ও ভবিষ্যৎ স্বপ্ন—সবকিছু একসঙ্গে সামলে এগিয়ে চলা মিশকাত মাহামুদ মেহরিমা এখনই ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনার নাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.