× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মায়ের স্বপ্ন পূরণে শোবিজে ফারহানা জাহান

বিনোদন ডেস্ক।

২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শৈশব থেকেই নাচের ছন্দে যার পথচলা শুরু, সেই রঙিন স্বপ্নের হাত ধরেই শোবিজে পা রাখেন সময়ের সম্ভাবনাময়ী মডেল ও অভিনেত্রী ফারহানা জাহান। ২০২৩ সালে নির্মাতা আতিফ আসলাম বাবলু পরিচালিত নাটক ‘সুইচ’-এর মাধ্যমে অভিনয়ে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। প্রথম কাজেই সাবলীল অভিনয় দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি, যা তার ক্যারিয়ারের পথচলাকে আরও মসৃণ করে তোলে।

অল্প সময়ের মধ্যেই ফারহানা জাহান নিজের কাজের ঝুলিকে করেছেন সমৃদ্ধ। এখন পর্যন্ত তিনি ৩০টিরও বেশি নাটক, ৪০টি মিউজিক ভিডিও, দুটি বিজ্ঞাপনচিত্রে এবং একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ক্যারিয়ারের গ্রাফ যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই নিজেকে আরও পরিপাটি করে গড়ে তুলতে এবং অভিনয়ে নতুন কিছু শেখার উদ্দেশ্যে প্রায় ছয় মাসের বিরতি নেন তিনি।

বিরতি শেষে নতুন উদ্যমে আবারও কাজে ফিরছেন ফারহানা জাহান। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু নতুন ও চ্যালেঞ্জিং কাজ। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন,

“আমি নিজেকে মিডিয়ায় একটি ভালো ও শক্ত অবস্থানে দেখতে চাই। কাজের মাধ্যমেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়াই আমার মূল লক্ষ্য।

উল্লেখ্য, মিডিয়াতে কাজ করার স্বপ্নটি মূলত ফারহানার নিজের নয়—এটি ছিল তার মায়ের স্বপ্ন। মায়ের সেই স্বপ্ন পূরণ করতেই শোবিজে আসা, আর সেই স্বপ্ন বাস্তবায়নে নিজের সর্বোচ্চটুকু দেওয়াই এখন ফারহানা জাহানের একমাত্র লক্ষ্য।

মেধা, পরিশ্রম ও দৃঢ় প্রত্যয়ের সমন্বয়ে ফারহানা জাহানের এই প্রত্যাবর্তন ঢাকাই শোবিজে নতুন মাত্রা যোগ করবে—এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.