শুরু টা মডেলিং দিয়ে হলেও নাটক মিউজিক ভিডিও তে কাজ করেছেন মেহেদী হাসান। পাশাপাশি করছেন শিক্ষকতা ও লেখালেখি। তবে প্রথমবার নির্মান করেছেন শর্টফিল্ম " ন্যাচার এন্ড এনভায়রনমেন্ট " মূলত শর্টফিল্ম টি একটি পরিবেশ বিষয়ক সচেতনতা নিয়ে তৈরি হয়েছে।সম্প্রতি শর্টফিল্ম টি মনোনীত হয়েছে আর্থ ফেস্টিভ্যাল ২০২৫ এর জন্য।
মেহেদী হাসান জানায়- অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টিতে পরিবেশবাদী সংগঠনের আয়োজনে শর্টফিল্ম কনটেস্ট ২০২৫ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করি।উক্ত প্রতিযোগিতায় প্রায় তেরো টি টপিক নিয়ে শর্টফিল্ম তৈরি করার বিষয় ছিলো। আমি প্রকৃতি ও পরিবেশ নিয়ে গল্প স্কিপ্ট লিখি।মূলত প্রকৃতি ,সবুজায়ন,পরিবেশ দূষণ এবং এর প্রতিকার এসব থিম মাথায় রেখে গল্প ও শর্টফিল্ম টি নির্মান করেছি।আমাদের শর্টফিল্ম প্রতিযোগিতা ২০২৫ এর বিচারকার্যে এবার বিচারক প্যানেলে বিচারক হিসেবে যুক্ত ছিলেন এসময়ের জনপ্রিয় তরুণ নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব।আমার শর্টফিল্ম টি মনোনীত হয়েছে আর্থ ফেস্টিভ্যালে এটি আমার জন্য অনেক আনন্দের বিষয়।বন অধিদপ্তরে শর্টফিল্মটির জন্য পুরষ্কৃত করা হবে বিষয় টি জানার পর আমার আনন্দের মাএা দ্বিগুণ বেড়ে গেছে।
মেহেদী হাসান লেখালেখি করেছেন একাধারে কবিতা ,উপন্যাস ,ছোট গল্প,সহ দেশের বিভিন্ন পএিকা ও ম্যাগাজিনে।২০২০ সাথে প্রায় পয়তাল্লিশ হাজার প্রতিযোগিকে টপকিয়ে সেরা হয়েছেন ছোটগল্প প্রতিযোগিতায়।পেয়েছেন বেগম রোকেয়া সাহিত্য পুরুষ্কার।অবসর সময় বই পড়তে ও লিখতে ভালোবাসেন। পড়াশোনা ও কাজের চাপে মিডিয়ায় নিয়মিত নন তবে ২০২৬ সালে রয়েছে নতুন নতুন পরিকল্পনা। নতুন বছরের জন্য অনেক শুভকামনা রইলো মডেল মেহেদী হাসানের জন্য।