× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিউ ইয়র্ক মাতালো চিরকুট

০৮ মে ২০২২, ০৩:২৬ এএম

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট।

নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে স্থানীয় সময় শুক্রবার রাতে পারফর্ম করেন চিরকুট ব্যান্ডের সদস্যরা।

বাংলাদেশ সময় শনিবার বেলা ১১টার পর ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন চিরকুটের ভোকাল শারমিন সুলতানা সুমি।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘ইতিহাস পুনর্নির্মাণ হলো। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কনসার্টে এইমাত্র অন্যতম বিশ্বখ্যাত ব্যান্ড স্করপিয়ন্সের সঙ্গে গাইলাম আমরা। এর মাধ্যমে দেশকে গর্বিত করার চেষ্টা করেছি।’

সুমি আরও লেখেন, ‘‘স্করপিয়ন্স এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের দর্শকরা আমাদের গান শুনে বলেছেন, ‘তোমাদের গায়কি প্রাণবন্ত ও দুর্দান্ত।’

ওই কনসার্টের উদ্দেশে ৪ মে রাতে ঢাকা ছাড়ে চিরকুট।

এর আয়োজক বাংলাদেশের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি ও ইউএনডিপি। স্পনসরদের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ওয়ালটন, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ, সিটি গ্রুপ, এডিএন টেলিকম ও একেএস।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে নিউ ইয়র্কের এই ম্যাডিসন স্কয়ারের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ৫০ বছর আগে একাত্তরে একই ভেন্যুতে বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য কনসার্টের আয়োজন করেছিলেন জর্জ হ্যারিসন। সেখানে বিটলসের পাশাপাশি সেতার পরিবেশন করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তাদের সঙ্গে ছিলেন আরেক কিংবদন্তি শিল্পী বব ডিলান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.