× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুনে বন্ধ হচ্ছে 'দ্য কপিল শর্মা শো'

১৩ মে ২০২২, ০০:১৭ এএম

ভারতের তুমুল জনপ্রিয় দ্য কপিল শর্মা শো আগামী জুনে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানা গেছে। ঠিক কী কারণে বন্ধ হচ্ছে তা জানা যায়নি।

এ অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন বহু দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়। অমিতাভ, শাহরুখ, সালমান, অক্ষয় থেকে শুরু করে কঙ্গনা, কারিনারা নিয়মিতই ছবির প্রচারে আসেন।

ছোটপর্দায় টানা এই শো চললেও এই শো ঘিরে দর্শকের উত্তেজনার শেষ নেই। এরই মাঝে মনখারাপের খবর। 

শোনা যাচ্ছে, জুনে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় শো। কী কারণে বন্ধ হচ্ছে শো, তা অবশ্য জানান যায়নি। গত ১০ বছরে এর আগে একবারই বন্ধ হয়েছিল এইই শো। নানান কথা শোনা গেলেও অবশেষে জানা গিয়েছিল, কপিল শর্মার অসুস্থতার কারণেই বন্ধ হয় শো। 

দ্য কপিল শর্মা শোয়ের বদলে শুরু হতে চলেছে ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন। দ্য কপিল শর্মা শোয়ের মতো ওই সেখানেও বিচারকের আসনে থাকবে অর্চনা পূরণ সিং, তার সঙ্গে থাকবেন শেখর সুমন। কপিল শর্মা শো বন্ধের খবরে স্বভাবতই মনখারাপ কপিলের ফ্যানেদের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.