× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবশেষে বড় পর্দায় আসছেন নায়িকা মিথিলা

২৮ মে ২০২২, ২৩:৩৭ পিএম

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এরপর আরও দুটি সিনেমার সঙ্গে যুক্ত হন তিনি। এগুলো হলো-‘জ্বলে জ্বলে তারা’ ও ‘কাজল রেখা’। পাশাপাশি কলকাতার চারটি সিনেমায়ও কাজ করেছেন-‘মায়া’, ‘আ রিভার ইন হ্যাভেন’, ‘আয় খুকু আয়’ ও ‘নীতিশাস্ত্র’। তবে সিনেমাগুলোর কোনোটিই এখনো মুক্তি পায়নি। ফলে বড় পর্দায়ও অভিষেক হয়নি তার।

অবশেষে নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন মিথিলা। আগামী ১৭ জুন তার অভিনীত ‘অমানুষ’ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। যেখানে মিথিলা জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে।

গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায়। এরপর চলতি  বছরের ২৮ জানুয়ারি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আটকে যায়। অবশেষে সিনেমা হলে আসছে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’।

নিরব-মিথিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

পরিচালিত অনন্য মামুন বলেন, ‘‘অমানুষ’ সিনেমার গল্প, অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। নতুন অনেক কিছুর সঙ্গে পরিচিত হবে আমাদের দর্শকরা। এই সিনেমার প্রতিটি চরিত্র মুগ্ধ করবে আশা করছি।’

গেল বছর ১ এপ্রিল বান্দরবানে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং সম্পন্ন হয়। এই সিনেমার জন্য নিরবকে বাস্তবেও লুক বদলাতে হয়েছে। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, চরিত্রটি অমানুষের।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.