× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাড়ে ৩০০ ছাড়াল করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২২, ০৯:০০ এএম

ফাইল ছবি

সারাদেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে শনাক্তের পরিমাণ বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। এর আগে গতকাল বুধবার (১৫ জুন) শনাক্ত হয়েছিল ২৩২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন, মোট শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জন।

আজ বৃহস্পতিবার (১৬ জুন ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত একদিনে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ১১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়,গত একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২২৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২০০টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত একদিনে শনাক্তের হার  ৫ দশমিক ৭৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.