× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেশে করোনায় একদিনে আক্রান্ত ১,১৪৬ জন

০৭ জানুয়ারি ২০২২, ১০:০২ এএম । আপডেটঃ ০৮ জানুয়ারি ২০২২, ০৫:১৬ এএম

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ৮১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৬ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল সাত জন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ জন। গতকাল ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ১৫১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৯০২ জন। শনাক্তের হার ৬ দশমিক ৩৭ শতাংশ।

আজ ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৭০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.