সারা দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ জন। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
বুধবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ০৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৮২ জন এবং শনাক্ত ২০ লাখ ৪৭ হাজার ১৫০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯৬টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৫ জন এবং মারা গেছেন ১৪ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯ জন ঢাকার। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ১১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে ৪২ জন এবং বাকি ৭১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ছাড়া পেয়েছেন ৯২৮ জন।