× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চট্টগ্রামে এডিসের উপদ্রব, ডেঙ্গু আক্রান্ত ৩

ডেস্ক রিপোর্ট

১৬ আগস্ট ২০২৪, ১৬:৩৩ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৪, ১৬:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে আবারও বেড়েছে এডিস মশার উপদ্রব। এরই ফলশ্রুতিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হন ৩ জন। যাদের মধ্যে রয়েছেন  একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।

আজ (১৬ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন একজন। যেহেতু এডিস মশা দিনেও কামড়ায়, তাই দিনের বেলায় ঘুমাতে গেলেও ঘরে মশারি অথবা কয়েল ব্যবহার করুন। ঘরের আনাচে-কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ওষুধ বা স্প্রে দিতে পারেন। সুরক্ষিত থাকতে দিনে যথাসম্ভব লম্বা পোশাক পরাই ভালো। এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে।

জানা যায়, এ বছর নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪৬ জন এবং উপজেলায় ২৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৪৮৫ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.