× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ফল হজমে সহায়ক

ডেস্ক রিপোর্ট

১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮ পিএম

ছবি:সংগৃহীত।

খাবার আমাদের শরীরে পুষ্টি জোগায় ও শক্তি উৎপাদন করে। খাবার শুধু খেলেই হবে না,এটি যথাযথ প্রক্রিয়ায় হজম হতে হবে। খাবার হজম না হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই, খাবার নির্বাচনে সচেতন হতে হবে। হজমশক্তি বাড়াতে নিয়মিত ফাইবারযুক্ত ও জলীয় খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, খাবার ভালো করে চিবিয়ে খাওয়া, অল্প অল্প করে ঘন ঘন খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং স্ট্রেস কমানো সহায়ক। এর পাশাপাশি অতিরিক্ত চর্বিযুক্ত ও মসলাদার খাবার এড়িয়ে চলা। হজমশক্তি বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেসিয়াম। এটি পরিপাকতন্ত্রের পেশি শিথিল করে ভারি ওজন বহন করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. জোসেফ সালহাব বলেছেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ ফল সুস্থ অন্ত্র বজায় রাখে। কারণ এতে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কোন ফল আপনার হজমশক্তি ভালো রাখে-

আনারস

আনারস সাধারণত ব্রোমেলেনের জন্য স্বীকৃত। একটি এনজাইম, যা হজমে সহায়তা করে থাকে। আনারসে ম্যাগনেসিয়ামও থাকে, যা প্রতি কাপে প্রায় ২০ মিলিগ্রাম। ব্রোমেলাইন অন্ত্রের আস্তরণের প্রদাহ কমায়। অন্যদিকে ম্যাগনেসিয়াম হজমের পেশিকে শিথিল করে থাকে।

তরমুজ

তরমুজ মূলত পানি। যার স্বাদ মিষ্টি। তাই এটি হাইড্রেশনের জন্য দুর্দান্ত। আবার কেউ কেউ এটিকে শুধু চিনি ও পানি বলেও উড়িয়ে দেন। তরমুজে বেশ খানিকটা ম্যাগনেসিয়াম থাকে, এক টুকরোতে প্রায় ১০ মিলিগ্রাম। এতে থাকা পানির সঙ্গে মিলে ম্যাগনেসিয়াম মল নরম রাখে এবং মসৃণ হজমে সহায়তা করে দ্বিগুণ কাজ করে। ড. সালহাব বলেছেন, হাইড্রেশন ও ম্যাগনেসিয়াম একটি কার্যকরী সংমিশ্রণ, যা অন্ত্রের পেশিকে সংকুচিত করতে এবং দক্ষতার সঙ্গে শিথিল করতে সহায়তা করে।

বেরি

বেরি মূলত অ্যান্টি-অক্সিডেন্ট সুপারফুড হিসাবে পরিচিত। অ্যান্টি-অক্সিডেন্টের বাইরে বেরি, বিশেষ করে ব্ল্যাকবেরি ও রাস্পবেরি ম্যাগনেসিয়ামেও সমৃদ্ধ। দ্রবণীয় ফাইবারের সঙ্গে ম্যাগনেসিয়ামের সংমিশ্রণ বেরিকে হজমের জন্য উপকারী করে তোলে। এটি মল নরম করতে সাহায্য করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে পুষ্ট করে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি ও ফাইবারের জন্য পরিচিত। এর ম্যাগনেসিয়ামের পরিমাণও কম নয়। প্রতিটি মাঝারি অ্যাভোকাডোতে ৫৮ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম রয়েছে। অ্যাভোকাডো ম্যাগনেসিয়ামের সবচেয়ে সমৃদ্ধ ফলের উৎস। এর ক্রিমি টেক্সচার হজমের ওপর চাপ কমায়। যারা কোষ্ঠকাঠিন্যের সঙ্গে লড়াই করেন তাদের জন্য ফাইবার, স্বাস্থ্যকর চর্বি এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যাভোকাডো দারুণ উপকারী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.