× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে ফের গুলির ঘটনা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২২, ০৫:২২ এএম

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত দুই নারীর পরিবারের স্বজনেরা আহাজারি করছেন। ছবি: এপি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা যেনো থামছেই না। গতকাল বৃহস্পতিবার (২ জুন) দেশের আইওয়া রাজ্যে আবার আরকে এক বন্দুকধারী ব্যক্তি চার্চের ভেতরে বন্দুক হামলা চালিয়েছেন। এতে দুইজন নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাজ্যের কর্নস্টোন চার্চের পার্কিং এরিয়ায় এক বন্দুকধারীর হামলায় দুই নারী নিহত হয়েছেন। পরে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে গুলিতে অসংখ্য নিহতদের সাথে আরো তিনজন যোগ হলো।

বাফালো, উভালডে ও ওকলাহোমায় সাম্প্রতিক বন্দুক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণের পর এ ঘটনা ঘটল।

এছাড়া গতকাল বৃহস্পতিবার উইসকনসিনে আরো একটি বন্দুক হামলার ঘটনা ঘটে।

স্টোরি কাউন্টি শেরিফের অফিসের প্রধান ডেপুটি নিকোলাস লেনি বলেন, কর্নস্টোন চার্চের ভেতরে অনুষ্ঠান চলাকালে বাইরে ঘটে এ বন্দুক হামলার ঘটনা। ঘটনাস্থলে এসে তিনজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। 

তিনি আরো বলেন, এটি বিচ্ছিন্ন ও এক ব্যক্তির দ্বারা ঘটানো ঘটনা বলে মনে হচ্ছে।

তিনি হামলাকারীরার পরিচয় জানাননি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। নিউ ইয়র্কের এক হামলায় কয়দিন আগে ১০ জন কৃষ্ণাঙ্গ নিহত হন। এর পর টেক্সাসে বন্দুক হামলায় নিহত হয় ১৯ শিশু ও দুই শিক্ষক। পরে ওকলাহোমায় হামলায় দুই চিকিৎসক, একজন রিসিপসনিস্ট ও এক রোগী নিহত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.