× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেন যুদ্ধ কেউ জিতবে না: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুন ২০২২, ০৭:১৪ এএম

জাতিসংঘের সহকারী মহাসচিব আমিন আওয়াদ। ছবি- সংগৃহীত

ইউক্রেনে রুশ আগ্রাসনে কেউই জিতবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউক্রেন সংকট বিষয়ক সমন্বয়কারী আমিন আওয়াদ।

বিবিসির প্রতিবেদনে আজ শুক্রবার (৩ জুন) এ কথা জানানো হয়।

আমিন আওয়াদ বলেন, ‘রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের একশ দিন হয়ে গেছে। মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে তুমুল আক্রমণ পরিচালনা করছে। কিন্তু (শেষমেষ) এই আগ্রাসনের ঘটনায় কোনো পক্ষই বিজয়ী হবে না।’ 

তিনি বলেন, ‘এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। বরং একশ দিনে আমরা মানুষের জীবন, ঘরবাড়ি, কর্মসংস্থান ও স্থিতিশীলতা হারালাম।’

জাতিসংঘের এই সহকারী মহাসচিব বলেন, ‘ইউক্রেন যুদ্ধের ফলে মানুষের জীবনের ওপর এক ধরনের অগ্রহণযোগ্য খড়গ নেমে এসেছে। শহরের পর শহর, গ্রামের পর গ্রামজুড়ে আমরা ধ্বংসযজ্ঞ দেখলাম। ধ্বংস করা হচ্ছে স্কুল, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রও।’

আমিন আওয়াদ আরো বলেন, ‘যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। কিন্তু সবকিছুর পরে আমাদের শান্তি দরকার। যুদ্ধ এখনই থামানো দরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.