× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের টিকা বিতরণ শুরু

০৫ জুন ২০২২, ০২:৩৩ এএম

করোনাভাইরাসের আতঙ্ক না কাটতেই ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স মোকাবিলায় এই ভাইরাসের টিকা বিতরণ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) মাঙ্কিপক্সের ১২ হাজার ডোজ টিকা বিতরণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।

মাঙ্কিপক্সের বড় ধরনের মহামারি আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে সিডিসি। উচ্চঝুঁকিতে থাকা মানুষের মধ্যে প্রাথমিকভাবে টিকা বিতরণ করা হচ্ছে।

হোয়াইট হাউসের মহামারি প্রতিরোধ কার্যালয়ের নেতৃত্বদানকারী ডা. রাজ পাঞ্জাবি সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী এই মাঙ্কিপক্সের এমন প্রাদুর্ভাব আগে দেখা যায়নি।

এই মুহূর্তে মাঙ্কিপক্স এবং স্মলপক্সের বিরুদ্ধে কার্যকরী কয়েক লাখ টিকা মজুত রয়েছে বলে জানিয়েছেন সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি।

তবে ঠিক কী পরিমাণ টিকা হাতে আছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অবশ্য মাঙ্কিপক্সের বিরুদ্ধে এখনই ব্যাপক আকারে গণটিকা দেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)।



Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.